Ajker Patrika

জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে সেরা খুবির বিজন হালদার

খুবি প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৫২
Thumbnail image

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এবার পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক ছাত্র ভাস্কর্য ডিসিপ্লিনের বিজন হালদার। খুবির চারুকলা স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রথম কোনো শিক্ষার্থী জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করলেন।

জানা যায়, এ বছর পঞ্চম বারের মতো রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। গত ২৯ নভেম্বর এটি শুরু হয় এবং চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের প্রদর্শনীতে সারা দেশের ১৩৫ শিল্পীর জমা করা ২৫৪টি শিল্পকর্ম থেকে বাছাই করা ১০৭ শিল্পীর ১১৪টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী হন শিল্পী বিজন।

পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, একটি সনদপত্র ছাড়াও দুই লক্ষ টাকা পেয়েছেন তিনি। বিজন হালদার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘শুরুতেই ছিল নানা প্রতিবন্ধকতা। চারুকলা স্কুলের ভাস্কর্য ডিসিপ্লিনে পড়াশোনার সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। পরিবার থেকে শুরু করে পরিচিত অনেকেই চেয়েছিলেন অন্য বিষয়ে পড়াশোনা করে সরকারি চাকরি করি। কিন্তু আমার মধ্যে শিল্প, সংস্কৃতির প্রতি ভালবাসা কাজ করতে শুরু করে।’

একান্ত নিজের মনের টানে চারুকলায় ভর্তি হওয়ার জন্য খুলনা আর্ট একাডেমিতে কোচিং করা। প্রথমে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিশেষ টানের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ভাস্কর্য বিদ্যার প্রতি বিশেষ ভালবাসা ও মনের টানে ভাস্কর্য ডিসিপ্লিনে ভর্তি হওয়া। এরপরেই আসল চ্যালেঞ্জ মোকাবিলা করার। শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করা খুব সহজ না।

বিজন হালদার বলেন, এটা ছিল আমার প্রথম কোন জাতীয় পর্যায় প্রদর্শনীতে অংশগ্রহণ। সবই সম্ভব হয়েছে আমার পরিবার, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, বন্ধু-বান্ধব, সহপাঠীসহ বিশ্ববিদ্যালয় জীবনের সিনিয়র এবং জুনিয়রদের সহযোগিতায়। তাদের ধন্যবাদ দিয়ে তাদের অবদান ছোট করব না। আমার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য অনুষদে আমার শেখা শুরু, আর সেই শেখার পথকে দীর্ঘ করেছে মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি বরোদা মত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।’

উল্লেখ্য, বিজন হালদার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন থেকে ২০১৭ সালে স্নাতক ডিগ্রি শেষ করে আইসিসিয়ার স্কলারশিপ নিয়ে মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদা মত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভ ভাস্কর্যের উপর স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়ায়।

বিজনের এমন অর্জনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্কুলের ভাস্কর্য ডিসিপ্লিনের ছাত্র বিজয়ের এরকম একটি সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলটি বাংলাদেশের প্রেক্ষাপটে নবীন। নবীন হলেও বাংলাদেশের বিভিন্ন প্রদর্শনীতে আমাদের ছাত্ররা নানা সাফল্য অর্জন করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত