Ajker Patrika

সোয়া আট কোটি টাকা মূলধন ঘাটতিতে অগ্রণী ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোয়া আট কোটি টাকা মূলধন ঘাটতিতে অগ্রণী ইনস্যুরেন্স

তালিকাভুক্ত বিমা কোম্পানি অগ্রণী ইনস্যুরেন্সের মূলধন ঘাটতি রয়েছে ৮ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া বিমা কোম্পানিটি শ্রম আইন লঙ্ঘন করেছে। কোম্পানির ২০২২ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, বিমা আইন অনুযায়ী প্রতিটি সাধারণ বিমা কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে ৪০ কোটি টাকা হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ওই মূলধনের ৬০ শতাংশ হবে উদ্যোক্তা বা পরিচালকদের। কিন্তু অগ্রণী ইনস্যুরেন্সে তা পরিপালন করা হয়নি। এই কোম্পানিটিতে পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ ৮ কোটি ২৪ লাখ টাকার মূলধন ঘাটতি রয়েছে।

জানা গেছে, মূলধনের এই ঘাটতি পূরণে অগ্রণী ইনস্যুরেন্স গত বছরের ২২ সেপ্টেম্বর রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দাখিল করেছে। এ ছাড়া এ বছর ৭ শতাংশ বোনাস শেয়ার প্রদানের ঘোষণাও করেছে।

এদিকে অগ্রণী ইনস্যুরেন্সের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেছে। শ্রম আইন অনুযায়ী অগ্রণী ইনস্যুরেন্সের ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ গঠন করে না বলে জানিয়েছেন নিরীক্ষক। যদিও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এই ফান্ড গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছে, যা এখনো অনুমোদন পায়নি।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অগ্রণী ইনস্যুরেন্সের বেশির ভাগ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে, যার পরিমাণ ৫৩ দশমিক ৮৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার ধারণ করছেন ১৬ দশমিক শূন্য ২ শতাংশ। আর উদ্যোক্তা বা পরিচালকদের কাছে রয়েছে কেবল ৩০ দশমিক ১৫ শতাংশ শেয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত