Ajker Patrika

জটিলতা কাটল মডেল মসজিদ নির্মাণের

দিঘলিয়া প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৫
জটিলতা কাটল মডেল মসজিদ নির্মাণের

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর গতকাল বুধবার সরকারের পক্ষে মডেল মসজিদ নির্মাণের দলিল গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে মসজিদের কাজ শুরু করার যে জটিলতা ছিল তার অবসান ঘটল।

জানা গেছে, সারা দেশে একযোগে শুরু হওয়া ৫০টি মডেল মসজিদের কাজ ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এর পর সব উপজেলায় মসজিদের কাজ শেষ পর্যায়ে থাকলেও দিঘলিয়া উপজেলা মডেল মসজিদের কাজ জমি সংক্রান্ত জটিলতায় এত দিন আটকে ছিল। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বুধবার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরকারের পক্ষে দলিল গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে মডেল মসজিদের কাজ শুরু করার যে জটিলতা ছিল তার অবসান ঘটল।

এ সময় দিঘলিয়া প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলী রেজা বাচা ও মমতাজ শিরিন ময়না, উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হায়দার আলী মোড়ল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ সাইদুর রহমান ও ইয়াসিন শেখ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত