Ajker Patrika

৮ দাবিতে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১১
৮ দাবিতে বরিশালে  শিক্ষকদের বিক্ষোভ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নেতারা। গতকাল মঙ্গলবার সকালে নগরের অশ্বিনীকুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন স্বাশিপ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুনুর রশিদ, মহানগর সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা অনেক বৈষম্যের শিকার। বেসরকারি শিক্ষকেরা মাত্র এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পান। যা খুবই অপ্রতুল ও অসম্মানজনক।

এ অবস্থায় অবিলম্বে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন, ঈদের আগেই উৎসব ভাতা দেওয়া এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার জন্য বাজেটে অর্থ বরাদ্দ, সরকারি সব শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির ব্যবস্থাসহ ৮ দফা দাবি তুলে ধরেন শিক্ষকেরা। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত