Ajker Patrika

নানা আয়োজনে পালিত অভিবাসী দিবস

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ৩৩
নানা আয়োজনে পালিত অভিবাসী দিবস

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা’ স্লোগানে নরসিংদীর বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার দিনভর

চাকরি মেলা, চেক বিতরণ, সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদী: দিবসটি উপলক্ষে জেলা সদরে চাকরি মেলা, চেক বিতরণ, সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং ওকাপের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে এসব আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এ সময় চাকরি মেলায় প্রবাসী পরিবারের ৮৯ জন সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। বিদেশ ফেরত ১৭৯ জন ব্যক্তিকে ওকাপের মাধ্যমে বিআরটিসির সহযোগিতায় ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদপত্র দেওয়া হয়। জেলার মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো একজন নারী (সাদিয়া আফরোজ) ও একজন পুরুষের (সৌরভ মিয়া) পরিবারকে সম্মানিত করা হয়। এ ছাড়া গত বছর সবচেয়ে বেশি রেমিট্যান্স নিয়ে আসা তিনটি ব্যাংককে সম্মাননা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পরিত্রাণ তালুকদার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপপরিচালক এনামুল হক, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএনএম মিজানুর রহমান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুসরাত প্রমুখ।

রায়পুরা: সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অভিবাসী কর্মী ইউনিয়ন প্রোগ্রামের যৌথ আয়োজনে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন, উপজেলা অভিবাসী কর্মী ইউনিয়ন প্রোগ্রাম ম্যানেজার মো তাইজুল ইসলাম সিহাব, সংগঠনের সকল কর্মী ও অভিবাসী ফেরত কর্মীরা।

পলাশ: দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আয়োজনে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত