Ajker Patrika

কলেজজীবনে বিনা টিকিটে ট্রেনভ্রমণ, বৃদ্ধ বয়সে পরিশোধ

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৫: ২৫
Thumbnail image

নওশের আলী ১৯৬৯ সালে এসএসসি পাস করার পর ভর্তি হন রাজবাড়ী সরকারি কলেজে। সে সময় চার-পাঁচ বছর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের আড়কান্দি স্টেশন থেকে ট্রেনে রাজবাড়ী সরকারি কলেজে আসা-যাওয়া করতেন। ছাত্র থাকায় তিনি কখনো টিকিট কাটতেন আবার কখনো টিকিট না কেটে কলেজে যাতায়াত করতেন। দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে রেলের সরকারি কোষাগারে ৫ হাজার টাকা জমা দিয়েছেন তিনি।

সত্তরোর্ধ্ব নওশের আলীর বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের বেতেঙ্গা গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। গত শনিবার সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমারের হাতে এই টাকা তুলে দেন তিনি।

নওশের আলী বলেন, ছাত্রজীবনে কখনো টিকিট কেটে ট্রেনভ্রমণ করেছেন, কখনো না কেটেই। এজন্য তিনি রেলওয়ের কাছে ঋণী। যে কারণে ভাড়া পরিশোধ করতে ওই সময়ের চলাচলের ওপর ভিত্তি করে আনুমানিক ৫ হাজার টাকা ভাড়া নিজেই নির্ধারণ করেন। পরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে রেলওয়ে কোষাগারে ৫ হাজার টাকা জমা দেন নওশের আলী। তিনি আরও বলেন, টাকা জমা দেওয়ার পর মনে হচ্ছে মাথা থেকে একটা ঋণের বোঝা সরে গেল।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দাস বলেন, গত শনিবার সকালে অফিসরুমে এক বৃদ্ধসহ কয়েকজন মানুষ আসেন। সে সময় সত্তরোর্ধ্ব বৃদ্ধ নওশের আলী বলেন, তিনি ছাত্রজীবনে আড়কান্দি থেকে বিনা টিকিটে ট্রেনভ্রমণ করেছেন। রেলের রাজস্ব ফাঁকি দিয়েছেন। এ জন্য তিনি লজ্জিত। তাঁর ভুল বুঝতে পারায় তিনি রাজস্ব হিসেবে রেলওয়ের কোষাগারে ৫ হাজার টাকা জমা দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত