Ajker Patrika

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৪: ৫৯
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রাজশাহীতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক একটি আলোচনা সভা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান, জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন তাঁরা।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের নেতারা সকাল ১০টায় রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে প্রতিকৃতির পাদদেশে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলুর পরিচালনায় এ পথসভা হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাসিকের কাউন্সিলররা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, কাউন্সিলর মো. কামরুজ্জামান, মো. নূরুজ্জামান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত