Ajker Patrika

ভিটামিন এ পাবে ১ লাখ ৩১ হাজার শিশু

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৪১
ভিটামিন এ পাবে ১ লাখ ৩১ হাজার শিশু

জয়পুরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জন ওয়াজেদ আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহাবুদ্দিন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমেন মুনি, আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান প্রমুখ।

এ সময় গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এটি শিশুর অন্ধত্ব ও রাতকানা রোগও প্রতিরোধ করে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না।

একই সময়ে আরও জানানো হয়, সমগ্র জেলায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনে মোট ৮২৫টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৩১ হাজার ৬৩৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৬৪৭ শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ১৯ হাজার ৯৮৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত