Ajker Patrika

ঘোষণা দিয়েও কেউ পদত্যাগ করেননি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ৫৬
ঘোষণা দিয়েও কেউ পদত্যাগ করেননি

বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১৩ নভেম্বর ঘোষণা দিয়েছিলেন ১৯ নভেম্বর গণপদত্যাগ করবেন। তাঁরা সত্যিই গণপদত্যাগ করবেন কি না, তা ছিল গত কয়েক দিনে আলোচনার প্রধান বিষয়। উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের নেতারাও রেখেছিলেন এদিকে দৃষ্টি। কিন্তু গত শুক্রবার বিকেলে আয়োজিত সভায় গণপদত্যাগ না করে উল্টো নিজেদের উপস্থাপন করতে চেয়েছেন নেতা-কর্মীরা।

ওই দিন বিকেল থেকে শুরু হওয়া জরুরি সভা চলে রাত সাড়ে সাতটা পর্যন্ত। বক্তব্যে পদত্যাগ ইস্যুতে শুরু থেকেই মন্তব্য আসতে থাকে প্রতিপক্ষের দ্বারা অত্যাচারিত হওয়ার বিষয়। বক্তব্যে অধিকাংশ কর্মীই পদত্যাগের পক্ষে বলেন। কেউ কেউ অবশ্য বিপক্ষেও মন্তব্য করেন।

সভার শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বক্তব্য রেকর্ড, ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার না করতে। এরপরই একে একে বক্তব্য দেওয়া শুরু করেন কমিটির সদস্য ও ভুক্তভোগীরা।

পদত্যাগ ইস্যুতে যার সবচেয়ে সরব অবস্থান দেখা গিয়েছিল সেই ইব্রাহিম কাশেম তাঁর বক্তব্যে কর্মীদের দায়িত্ব তুলে দেন উপজেলা সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের কাছে।

দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী কর্মীদের কথা শুনে কাজিম উদ্দিন বলেন, ‘পদত্যাগ কোনো সমাধান না। ডিসেম্বরে সিটি করপোরেশন নির্বাচন হবে। সে নির্বাচনের পরই আমরা প্রতিটি ওয়ার্ডে ও গ্রামে মিটিং করব। বন্দরের সব কটি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সুসংগঠিত করব। আপনারা যদি এখন পদত্যাগ করেন তাহলে প্রশ্ন উঠবে আমি নির্বাচনে হেরেছি তাই আপনারা পদত্যাগ করেছেন। ’

১১ নভেম্বর নির্বাচনে ৪৫৯ ভোটে পরাজয়বরণ করেন কাজিম উদ্দিন প্রধান। নৌকাকে হারিয়ে জয় পেয়ে যান সেলিম ওসমান-সমর্থিত দেলোয়ার হোসেন প্রধান। ক্ষমতাসীন দলের হয়েও পরাজয়বরণ করায় ক্ষুব্ধ ও মনঃক্ষুণ্ন হন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসব ঘটনার জের ধরেই পদত্যাগের ঘোষণা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত