প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’ গানই হয়ে উঠবে মূল আয়োজন। অর্থাৎ এ কনসার্টে প্রতিটি বাংলা ব্যান্ড তাদের প্রিয় ব্যান্ডের গান গাইবে।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ নামের এ কনসার্টে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারের নবরাত্রি হল ৪-এ কনসার্টটি হতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় ১৭টি ব্যান্ডকে ট্রিবিউট দেবে বাংলাদেশের ব্যান্ডগুলো। আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান দাবি করছে, বাংলাদেশে এ ধরনের কনসার্টের আয়োজন এবারই প্রথম।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টে আর্টসেল গাইবে তাদের প্রিয় কিছু ব্যান্ডের গান, ক্রিপটিক ফেট গাইবে আয়রন মেইডেনের গান, পাওয়ারসার্জ পরিবেশন করবে মেটালিকার গান। এ ছাড়া নেমেসিস, আর্বোভাইরাস, ইন্দালো, মেকানিকস, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আয়োনিক বন্ড, উন্মাদ ও ইকোস পারফর্ম করবে এ কনসার্টে। এসব ব্যান্ডের পরিবেশনায় শোনা যাবে বিশ্বখ্যাত ব্যান্ড প্যান্টেরা, অল্টার ব্রিজ, কোল্ডপ্লে, লিংকিন পার্ক, ইনকিউবাস, গ্রিন ডে, রেডিওহেড, নির্ভানা, এসি ডিসি, গানস অ্যান্ড রোজেস, ইল্যুভিটি, চিলড্রেন অব বডম, পিংক ফ্লয়েড এবং জিমি হেন্ডরিক্স, বব ডিলান ও বব মার্লের জনপ্রিয় গান।
৫ মে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট, চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা (ভিআইপি) ও ৫০০ টাকা (সাধারণ)। ব্যতিক্রমী এ আয়োজন এরই মধ্যে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। রাজধানীর প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ডগুলোও এমন আয়োজন নিয়ে বেশ আগ্রহী।
প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’ গানই হয়ে উঠবে মূল আয়োজন। অর্থাৎ এ কনসার্টে প্রতিটি বাংলা ব্যান্ড তাদের প্রিয় ব্যান্ডের গান গাইবে।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ নামের এ কনসার্টে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারের নবরাত্রি হল ৪-এ কনসার্টটি হতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় ১৭টি ব্যান্ডকে ট্রিবিউট দেবে বাংলাদেশের ব্যান্ডগুলো। আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান দাবি করছে, বাংলাদেশে এ ধরনের কনসার্টের আয়োজন এবারই প্রথম।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টে আর্টসেল গাইবে তাদের প্রিয় কিছু ব্যান্ডের গান, ক্রিপটিক ফেট গাইবে আয়রন মেইডেনের গান, পাওয়ারসার্জ পরিবেশন করবে মেটালিকার গান। এ ছাড়া নেমেসিস, আর্বোভাইরাস, ইন্দালো, মেকানিকস, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আয়োনিক বন্ড, উন্মাদ ও ইকোস পারফর্ম করবে এ কনসার্টে। এসব ব্যান্ডের পরিবেশনায় শোনা যাবে বিশ্বখ্যাত ব্যান্ড প্যান্টেরা, অল্টার ব্রিজ, কোল্ডপ্লে, লিংকিন পার্ক, ইনকিউবাস, গ্রিন ডে, রেডিওহেড, নির্ভানা, এসি ডিসি, গানস অ্যান্ড রোজেস, ইল্যুভিটি, চিলড্রেন অব বডম, পিংক ফ্লয়েড এবং জিমি হেন্ডরিক্স, বব ডিলান ও বব মার্লের জনপ্রিয় গান।
৫ মে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট, চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা (ভিআইপি) ও ৫০০ টাকা (সাধারণ)। ব্যতিক্রমী এ আয়োজন এরই মধ্যে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। রাজধানীর প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ডগুলোও এমন আয়োজন নিয়ে বেশ আগ্রহী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪