Ajker Patrika

সবাই গাইবে প্রিয়দের গান

সবাই গাইবে প্রিয়দের গান

প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’ গানই হয়ে উঠবে মূল আয়োজন। অর্থাৎ এ কনসার্টে প্রতিটি বাংলা ব্যান্ড তাদের প্রিয় ব্যান্ডের গান গাইবে।

‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ নামের এ কনসার্টে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারের নবরাত্রি হল ৪-এ কনসার্টটি হতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় ১৭টি ব্যান্ডকে ট্রিবিউট দেবে বাংলাদেশের ব্যান্ডগুলো। আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান দাবি করছে, বাংলাদেশে এ ধরনের কনসার্টের আয়োজন এবারই প্রথম।

ক্রিপটিক ফেট ব্যান্ডের সদস্যরা।	ছবি: সংগৃহীত‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টে আর্টসেল গাইবে তাদের প্রিয় কিছু ব্যান্ডের গান, ক্রিপটিক ফেট গাইবে আয়রন মেইডেনের গান, পাওয়ারসার্জ পরিবেশন করবে মেটালিকার গান। এ ছাড়া নেমেসিস, আর্বোভাইরাস, ইন্দালো, মেকানিকস, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আয়োনিক বন্ড, উন্মাদ ও ইকোস পারফর্ম করবে এ কনসার্টে। এসব ব্যান্ডের পরিবেশনায় শোনা যাবে বিশ্বখ্যাত ব্যান্ড প্যান্টেরা, অল্টার ব্রিজ, কোল্ডপ্লে, লিংকিন পার্ক, ইনকিউবাস, গ্রিন ডে, রেডিওহেড, নির্ভানা, এসি ডিসি, গানস অ্যান্ড রোজেস, ইল্যুভিটি, চিলড্রেন অব বডম, পিংক ফ্লয়েড এবং জিমি হেন্ডরিক্স, বব ডিলান ও বব মার্লের জনপ্রিয় গান।

৫ মে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট, চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা (ভিআইপি) ও ৫০০ টাকা (সাধারণ)। ব্যতিক্রমী এ আয়োজন এরই মধ্যে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। রাজধানীর প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ডগুলোও এমন আয়োজন নিয়ে বেশ আগ্রহী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত