শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধার শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ৫০ সদস্যের ডুবুরি দল গতকাল সোমবার ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছে। ডুবে যাওয়া ফেরিটি তুলতে তিন থেকে চার দিন সময় লাগবে বলে জানিয়েছে জেনুইন কর্তৃপক্ষ।
গতকাল সকালে চট্টগ্রাম থেকে পাটুরিয়া ঘাটের ঘটনাস্থলে পৌঁছে জেনুইনের উদ্ধারকারী দল। প্রতিষ্ঠানটির ডুবুরি দলের প্রধান আবদুর রহমান বলেন, ‘গত রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার ভোরে ঘটনাস্থলে পৌঁছাই। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাথমিক অনুসন্ধানকাজ শুরু করা হয়েছে।’
আবদুর রহমান বলেন, ‘ফেরি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে নদীপথে আমাদের নিজস্ব ছয়টি উইন্স বার্জে ছয়টি পন্টুনসহ আসছে ছয় ইঞ্চি ওয়্যার। এর প্রতিটি পন্টুন দিয়ে ৪০০ টন ওজন তুলতে সক্ষম। ডুবুরি দলসহ তিন ইঞ্চি ওয়্যার ঘাটে আসামাত্র প্রাথমিক সার্ভে কাজ শুরু হবে। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে আমাদের তিন থেকে চার দিন সময় লাগতে পারে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক ও উদ্ধারকাজের প্রধান মো. ফজলুর রহমান বলেন, ডুবন্ত ফেরিটি উদ্ধারে সংস্থার নিজস্ব জাহাজ প্রত্যয়ের চাঁদপুর থেকে ঘটনাস্থালে আসার কথা ছিল। তবে নদীতে পর্যাপ্ত নাব্যতা না থাকায় প্রত্যয়ের আসা সম্ভব হয়নি।
বেসরকারি কোম্পানিকে দিয়ে ফেরি উদ্ধারের ব্যাপারে ফজলুর রহমান বলেন, ‘উদ্ধারকাজে অংশ নেওয়া সংস্থার ‘হামজা ও রুস্তমের ফেরিটি তোলার সক্ষমতা নেই। এদের একেকটির সক্ষমতা রয়েছে মাত্র ৬০ টন করে। আর ডুবে যাওয়া ত্রিতল এ ফেরির ওজন প্রায় ৬০০ টন। ডুবে থাকা ফেরির ভেতরে পলি ও পানি ঢুকে এর ওজন দাঁড়িয়েছে হাজার টনের ওপরে। তাই প্রাইভেট কোম্পানির উচ্চক্ষমতার জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্তে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে প্রাথমিক চুক্তি করা হয়েছে। তাদের সব ইকুইপমেন্ট এলে তারা ফেরি তোলার কাজ শুরু করবে।’
ডুবন্ত ফেরি তুলতে কী পরিমাণ টাকা ব্যয় হবে, জানতে চাইলে ফজলুর রহমান বলেন, ‘জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃপক্ষ দুই কোটি টাকা চেয়েছে। ফেরি উদ্ধারকাজ শেষে টাকার ফয়সালা করা হবে।’
এদিকে দুর্ঘটনায় ফেরি থেকে উদ্ধার ১৪টি পণ্যবাহী যানবাহন ও চারটি মোটরসাইকেল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের কাজ করছে শিবালয় থানা-পুলিশ। গতকাল সন্ধ্যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১২টি ভারী যানবাহনসহ চারটি মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ, গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের মুখে ১৪টি পণ্যবাহী যানবাহনসহ চারটি মোটরসাইকেল নিয়ে ডুবে যায় আমানত শাহ নামে ফেরিটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধার শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ৫০ সদস্যের ডুবুরি দল গতকাল সোমবার ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছে। ডুবে যাওয়া ফেরিটি তুলতে তিন থেকে চার দিন সময় লাগবে বলে জানিয়েছে জেনুইন কর্তৃপক্ষ।
গতকাল সকালে চট্টগ্রাম থেকে পাটুরিয়া ঘাটের ঘটনাস্থলে পৌঁছে জেনুইনের উদ্ধারকারী দল। প্রতিষ্ঠানটির ডুবুরি দলের প্রধান আবদুর রহমান বলেন, ‘গত রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার ভোরে ঘটনাস্থলে পৌঁছাই। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাথমিক অনুসন্ধানকাজ শুরু করা হয়েছে।’
আবদুর রহমান বলেন, ‘ফেরি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে নদীপথে আমাদের নিজস্ব ছয়টি উইন্স বার্জে ছয়টি পন্টুনসহ আসছে ছয় ইঞ্চি ওয়্যার। এর প্রতিটি পন্টুন দিয়ে ৪০০ টন ওজন তুলতে সক্ষম। ডুবুরি দলসহ তিন ইঞ্চি ওয়্যার ঘাটে আসামাত্র প্রাথমিক সার্ভে কাজ শুরু হবে। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে আমাদের তিন থেকে চার দিন সময় লাগতে পারে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক ও উদ্ধারকাজের প্রধান মো. ফজলুর রহমান বলেন, ডুবন্ত ফেরিটি উদ্ধারে সংস্থার নিজস্ব জাহাজ প্রত্যয়ের চাঁদপুর থেকে ঘটনাস্থালে আসার কথা ছিল। তবে নদীতে পর্যাপ্ত নাব্যতা না থাকায় প্রত্যয়ের আসা সম্ভব হয়নি।
বেসরকারি কোম্পানিকে দিয়ে ফেরি উদ্ধারের ব্যাপারে ফজলুর রহমান বলেন, ‘উদ্ধারকাজে অংশ নেওয়া সংস্থার ‘হামজা ও রুস্তমের ফেরিটি তোলার সক্ষমতা নেই। এদের একেকটির সক্ষমতা রয়েছে মাত্র ৬০ টন করে। আর ডুবে যাওয়া ত্রিতল এ ফেরির ওজন প্রায় ৬০০ টন। ডুবে থাকা ফেরির ভেতরে পলি ও পানি ঢুকে এর ওজন দাঁড়িয়েছে হাজার টনের ওপরে। তাই প্রাইভেট কোম্পানির উচ্চক্ষমতার জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্তে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে প্রাথমিক চুক্তি করা হয়েছে। তাদের সব ইকুইপমেন্ট এলে তারা ফেরি তোলার কাজ শুরু করবে।’
ডুবন্ত ফেরি তুলতে কী পরিমাণ টাকা ব্যয় হবে, জানতে চাইলে ফজলুর রহমান বলেন, ‘জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃপক্ষ দুই কোটি টাকা চেয়েছে। ফেরি উদ্ধারকাজ শেষে টাকার ফয়সালা করা হবে।’
এদিকে দুর্ঘটনায় ফেরি থেকে উদ্ধার ১৪টি পণ্যবাহী যানবাহন ও চারটি মোটরসাইকেল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের কাজ করছে শিবালয় থানা-পুলিশ। গতকাল সন্ধ্যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১২টি ভারী যানবাহনসহ চারটি মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ, গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের মুখে ১৪টি পণ্যবাহী যানবাহনসহ চারটি মোটরসাইকেল নিয়ে ডুবে যায় আমানত শাহ নামে ফেরিটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫