আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার সংযোগ সড়কের কুণ্ডের বাজার এলাকার তালতলা-ডহুরী খালের ওপর বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিচ দিয়ে চলাচলকারী বালুবাহী বাল্কহেডের ঘর্ষণ ও ধাক্কায় খসে পড়ছে পিলারের পলেস্তারা। বেরিয়ে এসেছে রড। সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। এলাকাবাসী দ্রুত বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সেতুর নিচের স্বল্প স্থান দিয়ে একসঙ্গে দুইটি বাল্কহেড যাওয়ার সময় প্রায়ই আটকে গিয়ে পিলারে ধাক্কা দিচ্ছে। বারবার পিলারে ঘর্ষণের ফলে ভেঙে পড়ছে পলেস্তারা। বেরিয়ে এসেছে রড।
কুণ্ডের বাজার এলাকার বাসিন্দা মো. জয়নাল বলেন, ‘এই বর্ষা মৌসুমে প্রতিদিন এ খাল দিয়ে বালুবাহী কয়েক হাজার বাল্কহেড যাতায়াত করে। তীব্র স্রোত থাকায় যাতায়াতের সময় প্রায়ই সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে মাঝের দুইটা পিলারের ওপরের আস্তর খসে পড়ায় রড বেরিয়ে গেছে। এমনিতেই বহুদিন ধরে সেতুটির ওপরের পিলার ক্যাপ ও গার্ডার ভেঙে গেছে। মরিচা ধরেছে প্রায় প্রতিটি পাটাতন ও রেলিংয়ে। আর গাড়ি উঠলেই দুলতে থাকে সেতুটি। কয়েকবার মেরামতও করা হয়েছে। তাই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ করেছে কর্তৃপক্ষ। তবে নিচ দিয়ে ঠিকই ছোট-বড় বালুবাহী ট্রলার ও বাল্কহেড যাতায়াত করছে। বালুবাহী বাল্কহেডগুলো আকারে বড় হওয়ায় এবং তীব্র স্রোত ও গতির জন্য সব সময় ধাক্কা দিচ্ছে বা ঘষা দিচ্ছে। এতে মাঝের পিলারসহ সেতুর বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে। তাই বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানাচ্ছি।’
টঙ্গিবাড়ীর বাসিন্দা আল আমিন বলেন, ‘এই সেতু দিয়ে প্রতিদিন ঢাকায় যাতায়াত করি। সেতুটি ছাড়া আমাদের বিকল্প যোগাযোগের ব্যবস্থাও নেই। এর আগে সেতুটি সংস্কার করা হলেও এখন প্রয়োজন নতুন আরেকটি প্রশস্ত সেতু নির্মাণের। আর বাল্কহেড চলাচল অবিলম্বে বন্ধ করা হোক।’
মালখানগরের বাসিন্দা মো. আনোয়ার বলেন, প্রতিদিন এই সেতুটির নিজ দিয়ে হাজারেরও বেশি ছোট-বড় বাল্কহেড বালু নিয়ে যাতায়াত করে। এতে ধাক্কায় ধাক্কায় কুণ্ডের বাজার সেতুটি ভেঙে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘আমি নিজেও দেখেছি, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিচ দিয়ে বালুবাহী বাল্কহেড যাতায়াত করছে। বাল্কহেডের ধাক্কায় সেতুর পিলারের কয়েক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। তবে শুনেছি, লৌহজং উপজেলা প্রশাসন তালতলা-ডহুরী খালে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করেছে। বালুবোঝাই বাল্কহেড চলাচল কররে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার সংযোগ সড়কের কুণ্ডের বাজার এলাকার তালতলা-ডহুরী খালের ওপর বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিচ দিয়ে চলাচলকারী বালুবাহী বাল্কহেডের ঘর্ষণ ও ধাক্কায় খসে পড়ছে পিলারের পলেস্তারা। বেরিয়ে এসেছে রড। সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। এলাকাবাসী দ্রুত বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সেতুর নিচের স্বল্প স্থান দিয়ে একসঙ্গে দুইটি বাল্কহেড যাওয়ার সময় প্রায়ই আটকে গিয়ে পিলারে ধাক্কা দিচ্ছে। বারবার পিলারে ঘর্ষণের ফলে ভেঙে পড়ছে পলেস্তারা। বেরিয়ে এসেছে রড।
কুণ্ডের বাজার এলাকার বাসিন্দা মো. জয়নাল বলেন, ‘এই বর্ষা মৌসুমে প্রতিদিন এ খাল দিয়ে বালুবাহী কয়েক হাজার বাল্কহেড যাতায়াত করে। তীব্র স্রোত থাকায় যাতায়াতের সময় প্রায়ই সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে মাঝের দুইটা পিলারের ওপরের আস্তর খসে পড়ায় রড বেরিয়ে গেছে। এমনিতেই বহুদিন ধরে সেতুটির ওপরের পিলার ক্যাপ ও গার্ডার ভেঙে গেছে। মরিচা ধরেছে প্রায় প্রতিটি পাটাতন ও রেলিংয়ে। আর গাড়ি উঠলেই দুলতে থাকে সেতুটি। কয়েকবার মেরামতও করা হয়েছে। তাই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ করেছে কর্তৃপক্ষ। তবে নিচ দিয়ে ঠিকই ছোট-বড় বালুবাহী ট্রলার ও বাল্কহেড যাতায়াত করছে। বালুবাহী বাল্কহেডগুলো আকারে বড় হওয়ায় এবং তীব্র স্রোত ও গতির জন্য সব সময় ধাক্কা দিচ্ছে বা ঘষা দিচ্ছে। এতে মাঝের পিলারসহ সেতুর বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে। তাই বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানাচ্ছি।’
টঙ্গিবাড়ীর বাসিন্দা আল আমিন বলেন, ‘এই সেতু দিয়ে প্রতিদিন ঢাকায় যাতায়াত করি। সেতুটি ছাড়া আমাদের বিকল্প যোগাযোগের ব্যবস্থাও নেই। এর আগে সেতুটি সংস্কার করা হলেও এখন প্রয়োজন নতুন আরেকটি প্রশস্ত সেতু নির্মাণের। আর বাল্কহেড চলাচল অবিলম্বে বন্ধ করা হোক।’
মালখানগরের বাসিন্দা মো. আনোয়ার বলেন, প্রতিদিন এই সেতুটির নিজ দিয়ে হাজারেরও বেশি ছোট-বড় বাল্কহেড বালু নিয়ে যাতায়াত করে। এতে ধাক্কায় ধাক্কায় কুণ্ডের বাজার সেতুটি ভেঙে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘আমি নিজেও দেখেছি, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিচ দিয়ে বালুবাহী বাল্কহেড যাতায়াত করছে। বাল্কহেডের ধাক্কায় সেতুর পিলারের কয়েক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। তবে শুনেছি, লৌহজং উপজেলা প্রশাসন তালতলা-ডহুরী খালে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করেছে। বালুবোঝাই বাল্কহেড চলাচল কররে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪