Ajker Patrika

সড়কজুড়ে পশুপাখির হাট, ভোগান্তিতে জনসাধারণ

কে এম হিমেল আহমেদ, বেরোবি
Thumbnail image

এক যুগ ধরে সড়কের ওপর পশুপাখির হাট বসছে রংপুর নগরীর লালবাগ এলাকায়। পশুপাখির হাটের স্থায়ী জায়গা না থাকায় সপ্তাহের দুই দিন বাধ্য হয়ে বিক্রেতারা পণ্য নিয়ে বসছেন রংপুর-কুড়িগ্রাম সড়কের ওপর। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে সড়ক দিয়ে চলাচলকারী ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন।

গত বুধবার বেলা দেড়টায় লালবাগ পশুর হাটে গিয়ে দেখা যায়, সড়কজুড়ে বসেছে নানা জাতের কবুতর, পাখি আর হাঁস-মুরগির সাপ্তাহিক হাট।

লালবাগ হাট কমিটির সূত্রে জানা যায়, লালবাগ পশুর হাটে জায়গা কম। গত ১০ বছর সপ্তাহের দুই দিন প্রতি রবি ও বুধবার চলে আসছে এই হাটের নিয়মিত কার্যক্রম। পশুর হাটের জন্য নতুন জায়গার চাহিদা দেওয়া হয়েছে সিটি করপোরেশনে। নগরের প্রায় ১৫টি পাড়া-মহল্লার বাসিন্দাসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোনারুল ইসলাম মোনা। তিনি বলেন, প্রতি রোববার আর বুধবার বিকেলে শহরে যেতে দুর্ভোগে পড়তে হয় লালবাগ এলাকায়। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। লালবাগ পশুর হাটে আটকে পড়া অটোরিকশার পাঁচ যাত্রী ও চালকের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এই পশুপাখির হাট অবিলম্বে স্থানান্তর করা হোক।

অন্তত দশজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেন, অনেক ঝুঁকি নিয়ে তাঁদের সড়কের ওপর দাঁড়িয়ে বেচাকেনা করতে হয়।এই হাট কমিটি তাঁদের সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে এভাবে তাঁরা বেচাকেনা করেন। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা পশুপাখির হাটটি স্থানান্তরের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী ১৫ দিনের মধ্যে আশা করছি সমাধান হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত