Ajker Patrika

‘ব্যালটে হাত দেবেন না, পুড়ে যাবেন’

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৫৫
‘ব্যালটে হাত দেবেন না, পুড়ে যাবেন’

রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামান বলেছেন, ‘ব্যালট পেপার হচ্ছে আগুন। এটিতে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে হাত পুড়ে যাবে। এতে কেউ হাত দেওয়ার চেষ্টা করবেন না।’ গতকাল সোমবার রাজবাড়ীর বালিয়াকান্দির ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ হলরুমে বালিয়াকান্দি নির্বাচন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এ সভায় চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থী অংশ নেন।

জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ সাইদুর রহমান খান, গোয়েন্দা সংস্থা এনএসআইর উপপরিচালক শরিফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন সভায় বক্তব্য দেন।

এসপি শাকিলুজ্জামান বলেন, ভোটকেন্দ্রে কোনো সহিংসতার ঘটনা ঘটতে দেওয়া হবে না। ভোটের দিন আনন্দের সঙ্গে ভোট দেবেন। আমরা সহযোগিতা করব। নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে ছাড় দেওয়া হবে না।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সবার বক্তব্য শুনে বুঝলাম সবাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। প্রচারে আচরণবিধি মেনে চলতে হবে। সুন্দর একটি নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত