Ajker Patrika

৬ বছরে মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা

সিলেট প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১২: ৪০
৬ বছরে মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা

শীতের প্রকোপ শেষে স্বরূপে ফিরেছে চৈত্র। চৈত্রের প্রথম সপ্তাহেই প্রখর খরতাপে পুড়ছে সিলেট। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। কয়েক দিন থেকে সিলেটে চলছে মৃদু দাবদাহ।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের মধ্যে শুধু সিলেটেই চলছে মৃদু দাবদাহ। গত বৃহস্পতিবার সিলেটে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দিনের মতো মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত সোমবারও সিলেটে একই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী মার্চ মাসে সিলেটে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়নি। আরও দুই-তিন দিন এই ধারা চলতে পারে। তারপর তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর আগামী ২৪ মার্চ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানায়, মার্চ মাসের মাঝামাঝি অর্থাৎ চৈত্র মাসের শুরুতেও সিলেটে হালকা শীত পড়ত। তবে কয়েক দিন ধরে চৈত্র মাস স্বরূপ ধারণ করেছে। গত বৃহস্পতিবার সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বুধবার ৩৬ দশমিক ৮ ডিগ্রি ও মঙ্গলবার ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তা ছাড়া বৃহস্পতিবারের মতো গত সোমবারও সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি ছিল গত ছয় বছরের মধ্যে মার্চ মাসের সর্বোচ্চ তাপমাত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত