Ajker Patrika

গবেষণাধর্মী শিক্ষার বিকল্প নেই

জাককানইবি প্রতিনিধি
গবেষণাধর্মী শিক্ষার বিকল্প নেই

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, চতুর্থ প্রজন্মের শিল্পবিপ্লবের জন্য তৈরি থাকতে গেলে গবেষণাধর্মী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এই শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের শিক্ষকদের মধ্যে যেকোনোভাবে গবেষণা সংস্কৃতির উন্নতি করতে হবে।

গতকাল রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকদের জন্য ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।

গবেষণায় জালিয়াতি প্রসঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে ইউজিসি সদস্য ড. আবু তাহের বলেন, ‘যেনতেন, জালিয়াতি গবেষণা করে পার পেয়ে যাবেন, এ সুযোগ আর নেই। এখন নানা ধরনের সফ্টওয়্যার তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই সেটা জানেন। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা জালিয়াতি ধরা পড়ায় অনেককে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। গবেষণায় জালিয়াতি ধরা পড়লে অবশ্যই তাঁকে কঠোর শাস্তি দেওয়া হবে।’

শিক্ষকদের গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ দিতে কোনো কার্পণ্য হবে না জানিয়ে তিনি বলেন, ‘আপনারা গবেষকদের উৎসাহিত করুন। তাঁদেরকে পুরস্কৃত করুন। গবেষকদের পুরস্কার দেওয়ার জন্য অর্থের সমস্যা হলে সেটা ইউজিসি থেকে দেওয়া হবে।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের জীবনের সবক্ষেত্রে প্রতিযোগিতা বিদ্যমান। প্রতিযোগিতায় ভালো করার মধ্য দিয়ে জীবনের বিকাশ ও উন্নতি হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত