Ajker Patrika

ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘ত্রিংশ শতাব্দী’

ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘ত্রিংশ শতাব্দী’

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এবং সাম্প্রতিক নিষ্ঠুরতায় নিহত ৩৩ হাজার ও আহত ৭৫ হাজার শিশু-নারী-পুরুষকে উৎসর্গ করে স্বপ্নদল মঞ্চায়ন করবে ‘ত্রিংশ শতাব্দী’। আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে প্রদর্শিত হবে নাটকটি। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ত্রিংশ শতাব্দীর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদরূপে স্বপ্নদল মঞ্চে এনেছে ত্রিংশ শতাব্দী। নাটকটির মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এরই সমান্তরালে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিসিয়া-ইয়েমেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার ও ঢাকার গুলশানে বর্বর হামলা, ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অমানবিকতা, ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক নিষ্ঠুরতা এবং আরও নানা প্রসঙ্গ।

বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ, যুদ্ধাপরাধী ও অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কৃতকর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতা তুলে ধরার চেষ্টা হয়েছে। প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’। 
ত্রিংশ শতাব্দীর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, অর্ক অপু, জাহিদ রিপন প্রমুখ। এদিন নাটকটির ১২১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরিতে ২৩ বছর ধরে হিরোশিমা দিবস পালন এবং ত্রিংশ শতাব্দী নিয়মিতভাবে মঞ্চায়ন করছে স্বপ্নদল। ইতিমধ্যে প্রযোজনাটি দেশের বাইরে জাপান, যুক্তরাজ্য, ভারতসহ নানা উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত