Ajker Patrika

পরীক্ষামূলক মধু সংগ্রহ শুরু

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৩: ২৯
পরীক্ষামূলক মধু সংগ্রহ শুরু

পীরগঞ্জে এখন দিগন্ত বিস্তৃত সরিষাখেতে চোখে পড়ছে হলুদ ফুলের সমারোহ। এসব খেতে এবার পরীক্ষামূলক মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করছেন চাষিরা। এ জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের প্রশিক্ষণের পাশাপাশি মৌমাছি ও বাক্স সরবরাহ করা হয়েছে।

সরিষার ফুল থেকে মধু আহরণকে সাথি ফসলের সমতুল্য বলে মনে করছে কৃষি বিভাগ। আর মৌমাছির মাধ্যমে ফুল থেকে মধু সংগ্রহ হওয়ায় সরিষার পরাগায়নেও সহায়তা হচ্ছে, উৎপাদন বাড়ছে। সমন্বিত এই চাষে চাষিদের আলাদাভাবে আয় হচ্ছে। এতে উৎপাদন খরচ পুষিয়ে লাভের পাল্লা ভারী হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, পীরগঞ্জে এ বছর ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষার আবাদ হয়েছে। সেখান থেকে এবার মানসম্মত মধু সংগ্রহের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সংস্থার দেওয়া মৌ বাক্স চাষিরা সরিষাখেতে বসিয়ে মধু সংগ্রহ করছেন।

কৃষি বিভাগ বলছে, জমিতে একই সঙ্গে দুটি ফসল উৎপাদন করা হলে সেটিকে সাথি ফসল হিসেবে গণ্য করা যায়। সরিষাখেত থেকে মধু সংগ্রহও সাথি ফসলের সমতুল্য। সরিষা ফুলের মধু দিয়ে চাষি পারিবারিক পুষ্টির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করতে পারছেন।

উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা ফুলের মনকাড়া দৃশ্য চোখে পড়ার মতো। কৃষকেরা একদিকে যেমন মাঠে সরিষার পরিচর্যা করছেন, অপরদিকে তেমনি খেতের মধ্যে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন।

উপজেলার পাহাড়পুর গ্রামে সরিষাখেতে এ বছর পরীক্ষামূলকভাবে মৌ চাষের বাক্স স্থাপন করেছেন ডিপটি মিয়া। শুরুতেই মধু চাষে সফলতার আশা করছেন তিনি। ডিপটি মিয়া বলেন, ‘সরিষা ফুল থেকে মধু সংগ্রহের পদ্ধতি সম্পর্কে উপজেলা কৃষি বিভাগ প্রশিক্ষণ দিয়েছে। আমরা পরীক্ষামূলকভাবে মধু সংগ্রহ শুরু করেছি। একটু মধুও পেয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার আজকের পত্রিকাকে জানান, মৌমাছি সরিষার ফুলে উড়ে উড়ে বসে মধু সংগ্রহ করে। এতে ফুলে সহজে পরাগায়ন ঘটে। সরিষাখেতের পাশে মৌ চাষের বাক্স স্থাপন করা হলে ফলন অধিক হয়। পাশাপাশি চাষিরা মধু আহরণ করে বাড়তি টাকাও আয় করতে পারেন।

সাদেকুজ্জামান বলেন, এ বছর উপজেলায় কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ দিয়ে পাঁচ চাষিকে বিনা মূল্যে মৌমাছি ও বাক্স দেওয়া হয়েছে। পরীক্ষামূলক উদ্যোগে দেখা গেছে, চাষিদের মধু চাষেও আগ্রহ বাড়ছে। এতে সফলতা আসলে চাষিদের সরিষা চাষ ও ফুল থেকে মধু সংগ্রহের জন্য ভবিষ্যতে আরও উৎসাহ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত