Ajker Patrika

অভিযোগ সত্য হলে বুঝতে হবে শিক্ষকদের অধঃপতন হয়েছে

অভিযোগ সত্য হলে বুঝতে হবে শিক্ষকদের অধঃপতন হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। সাম্প্রতিককালে নানা ধরনের সামাজিক অস্থিরতার কারণে শিক্ষার্থীরা আত্মহত্যা করছেন। এ ধরনের ঘটনা সমাজের অস্থিরতারই বহিঃপ্রকাশ। অবন্তিকা একজন শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন। আশা করি, সুষ্ঠু তদন্তে এর সত্যতা নিশ্চিত হবে। 

এসব অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে বুঝতে হবে যাঁরা শিক্ষকতা করছেন তাঁদের নীতি-নৈতিকতার মারাত্মক অধঃপতন হয়েছে। এটা হওয়া উচিত নয়। একজন শিক্ষকের নীতি-নৈতিকতায় ঘাটতি দেখা দিলে এবং তা যদি শিক্ষার্থীর ক্ষতির কারণ হয় তাহলে তার প্রভাব গোটা সমাজে পড়বে। তাই এ ধরনের ঘটনা যেন না ঘটে সে জন্য কার্যকর ও ত্বরিত পদক্ষেপ নিতে হবে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অবশ্যই দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। না হলে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে। 

বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এটি দেখভালের দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। শুধু কমিটি গঠন করলেই হবে না, যৌন হয়রানির অভিযোগ আসামাত্রই ত্বরিত পদক্ষেপ নিতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করতে হবে। 

লেখক:– অধ্যাপক আবদুল মান্নান সাবেক চেয়ারম্যান, ইউজিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত