Ajker Patrika

এক সদস্যে চলছে কমিটি

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ১৩
এক সদস্যে চলছে কমিটি

রাজনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি চলছে এক সদস্য দিয়ে। ২০১৯ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্মেলনের ২২ মাস পার হলেও একজন সদস্য শুধু আছেন সাধারণ সম্পাদক পদে।

দলের নেতা-কর্মীরা বলেন, দুই যুগ পর ২০১৯ সালের ৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনের দিন কাউন্সিল অধিবেশনে সমঝোতার ভিত্তিতে তিন বছর মেয়াদি কমিটিতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি হয়েছিলেন আগের কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুদ্দোজা এবং সাধারণ সম্পাদক হন জেলা কমিটির সদস্য ও রাজনগর উপজেলার মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত।

সম্মেলনের পর পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ ও বিধিনিষেধে পূর্ণাঙ্গ কমিটি আর গঠন করা সম্ভব হয়নি। এদিকে গত ২৪ মার্চ উপজেলা সভাপতি মিছবাহুদ্দোজা বার্ধক্যজনিত রোগে মারা যান। কমিটির একমাত্র নির্বাচিত সদস্য এখন শুধু সাধারণ সম্পাদক। ৭১ সদস্যের উপজেলা কমিটির ৭০টি পদ এখন শূন্য।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি খসড়া তালিকা করা হয়েছিল। এর কিছুদিন পরই করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। বিধিনিষেধে চলাকালে দলের নেতা-কর্মীরা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েন। দলীয় কাজেও স্থবিরতা আসে। এ প্রেক্ষাপটে আর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। সভাপতির মৃত্যুর পর সাধারণ সম্পাদক একা হয়ে গেছেন। তিনি উপজেলার আট ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নিয়ে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

কমিটির সাধারণ সম্পাদক মিলন বখত বলেন,সভাপতিসহ খসড়া কমিটির তালিকাতে যাঁরা ছিলেন, তাঁদের অনেকে মারা গেছেন। তবে দলের কার্যক্রম বন্ধ না। একা হওয়ায় দায়িত্ব আরও বেশি বলে মনে করি। তবে অন্যান্য উপজেলায় সম্মেলনের দিন সভাপতি-সম্পাদকসহ ন্যূনতম সাত-আটজনকে নির্বাচিত করা হয়ে থাকে। এখানে তা হয়নি। এ রকম থাকলে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত কাজে সহযোগিতা হতো।

মিলন বখত আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তাঁরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষা করছেন। গত জুলাই মাসে সিলেট বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঙ্গে রাজনগর উপজেলা কমিটি গঠন নিয়ে কথা হয়েছে।

আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, করোনার কারণে কমিটি গঠন হয়নি। কমিটি গঠন নিয়ে কেন্দ্রে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা পেলেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত