Ajker Patrika

ঢাকা-১৯: নৌকার জেতা কঠিন হবে বলছেন আ.লীগ নেতারাই

অরূপ রায়, সাভার
ঢাকা-১৯: নৌকার জেতা কঠিন হবে বলছেন আ.লীগ নেতারাই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমান এবং দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তালুকদার তৌহিদ জং মুরাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।

সাভারের সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের অনেকেই মনে করছেন, এমপি এনামুর রহমান তাঁর প্রতিশ্রুতির অনেক কাজ করতে পারেননি। তা ছাড়া বিরোধী নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে। এ কারণে অনেকে দুই স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকে পড়েছেন।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তালুকদার তৌহিদ জং মুরাদ নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাইফুল ইসলাম সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

সাভার থানা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, গত ১০ বছরে কারা কী করেছেন সেই সব বিবেচনা করেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন। সেই দিক থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ী হওয়া অনেকটাই কষ্টকর।

তবে দ্বিমত পোষণ করে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, নেতা-কর্মীরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়লেও আওয়ামী লীগের ভোটারদের মধ্যে কোনো বিভক্তি নেই। তাঁরা ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেই বিজয়ী করবেন।

এদিকে নৌকার প্রার্থী এনামুর রহমান গত বৃহস্পতিবার বিকেলে সাভার সদর ইউনিয়নে এক অনুষ্ঠানে বলেন, ‘আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই, তখন সাভার ছিল একটি বিধ্বস্ত নগরী। গত ১০ বছরে ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে এই এলাকার আমূল পরিবর্তন হয়েছে। তাই ভোটাররা আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত