গ্রুপ পর্বের শেষ দিনের সমীকরণ যে এমন হবে, আগে থেকে কল্পনা করা কঠিনই ছিল। এমন দিনে ফিরে আসছে অতীতও। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে এসে খেলতে চমকই দেখিয়েছিল ঘানা। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া দলটির সমর্থকদের জিজ্ঞেস করলেই হু হু করে উঠবে তাঁদের মন। ঘানার ফুটবলভক্তদের হৃদয় ভেঙেছিল যে উরুগুয়ের লুইস সুয়ারেজ।
স্মৃতির পাতা উল্টে চলে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ঘানার নিশ্চিত হতে যাওয়া গোল হাত দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন সুয়ারেজ। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আসামোয়া জিয়ান। ইচ্ছাকৃত হ্যান্ডবল থেকে লাল কার্ড দেখা সুয়ারেজ তখন ড্রেসিংরুমে যাওয়ার পথে উল্লাসে ফেটে পড়েছিলেন। তাঁর সেই দুঃসহ হ্যান্ডবলের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ঘানাকে।
এক যুগ পর বিশ্বকাপের মঞ্চেই ঘানা সুযোগ পেয়েছে প্রতিশোধ নেওয়ার। ‘এইচ’ গ্রুপে ১ ড্র ও ১ হারে গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে উরুগুয়ে। তুলনামূলক সুবিধাজনক অবস্থায় থাকা ঘানার দলে আছেন ২০১০ বিশ্বকাপ দলের সদস্য আন্দ্রে আইয়ু। প্রতিশোধের কথা উঠলেও অধিনায়ক হিসেবেই কি না, প্রসঙ্গটা এড়িয়ে গেলেন তিনি। তবে জয়ের প্রত্যয় আইয়ুর কণ্ঠে, ‘প্রতিশোধ কি না সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা একই লক্ষ্য নিয়ে খেলতে নামব।’
উরুগুয়ের শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে বাঁচতে হলে জিততেই হবে নইলে বাদ পড়বে গ্রুপ পর্ব থেকেই।
গ্রুপ পর্বের শেষ দিনের সমীকরণ যে এমন হবে, আগে থেকে কল্পনা করা কঠিনই ছিল। এমন দিনে ফিরে আসছে অতীতও। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে এসে খেলতে চমকই দেখিয়েছিল ঘানা। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া দলটির সমর্থকদের জিজ্ঞেস করলেই হু হু করে উঠবে তাঁদের মন। ঘানার ফুটবলভক্তদের হৃদয় ভেঙেছিল যে উরুগুয়ের লুইস সুয়ারেজ।
স্মৃতির পাতা উল্টে চলে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ঘানার নিশ্চিত হতে যাওয়া গোল হাত দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন সুয়ারেজ। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আসামোয়া জিয়ান। ইচ্ছাকৃত হ্যান্ডবল থেকে লাল কার্ড দেখা সুয়ারেজ তখন ড্রেসিংরুমে যাওয়ার পথে উল্লাসে ফেটে পড়েছিলেন। তাঁর সেই দুঃসহ হ্যান্ডবলের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ঘানাকে।
এক যুগ পর বিশ্বকাপের মঞ্চেই ঘানা সুযোগ পেয়েছে প্রতিশোধ নেওয়ার। ‘এইচ’ গ্রুপে ১ ড্র ও ১ হারে গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে উরুগুয়ে। তুলনামূলক সুবিধাজনক অবস্থায় থাকা ঘানার দলে আছেন ২০১০ বিশ্বকাপ দলের সদস্য আন্দ্রে আইয়ু। প্রতিশোধের কথা উঠলেও অধিনায়ক হিসেবেই কি না, প্রসঙ্গটা এড়িয়ে গেলেন তিনি। তবে জয়ের প্রত্যয় আইয়ুর কণ্ঠে, ‘প্রতিশোধ কি না সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা একই লক্ষ্য নিয়ে খেলতে নামব।’
উরুগুয়ের শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে বাঁচতে হলে জিততেই হবে নইলে বাদ পড়বে গ্রুপ পর্ব থেকেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪