Ajker Patrika

যে কারণে মিথ্যা ছড়ায় মিডিয়া

আজকের পত্রিকা ডেস্ক
যে কারণে মিথ্যা ছড়ায় মিডিয়া

বিশ্বের মূলধারার সংবাদমাধ্যমগুলো পক্ষপাতদুষ্ট। এই ধারার সাংবাদিকেরা শুধু তাঁদের পক্ষে যায় এমন ‘কথিত’ বস্তুনিষ্ঠ সংবাদই প্রকাশ করতে চান। সংবাদের অন্যান্য দিক প্রকাশে তাঁদের আগ্রহ থাকে না। হয় তাঁরা কোনো গোপন অ্যাজেন্ডা প্রচার করতে চান অথবা আগ্রহ টানার জন্য সংবাদকে মুখরোচক বানান। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রবন্ধে এমন দাবি করেছেন বিশিষ্ট কলামিস্ট অ্যালেক্স লো।

বিষয়টি বোঝাতে অ্যালেক্স লো মাকড়সা সংক্রান্ত সংবাদের উদাহরণ টেনে আনেন। বিজ্ঞানভিত্তিক সাময়িকী কারেন্ট বায়োলজিতে প্রকাশিত এক গবেষণার উদাহরণ টেনেছেন তিনি। ‘দ্য গ্লোবাল স্প্রেড অব মিস ইনফরমেশন অন স্পাইডার্স’ শীর্ষক ওই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, মানুষের ভয়ের আদিম অনুভূতিকে পুঁজি করে মূলধারার গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হয়। এর কারণ, বিশ্বজুড়েই অনেক মানুষের মধ্যে প্রবল মাকড়সাভীতি রয়েছে।

গবেষণায় গত এক দশকে বিশ্বের ৮১টি দেশে ৪০টি ভাষায় প্রকাশিত প্রায় ৫ হাজার সংবাদ বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, এগুলোর মধ্যে ৪৭ শতাংশ সংবাদে মাকড়সা নিয়ে ভুল তথ্য রয়েছে। এ ছাড়া ৪৩ শতাংশ সংবাদকে মাকড়সা বিশেষজ্ঞরা ‘মুখরোচক’ হিসেবে অভিহিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত