শিপুল ইসলাম, রংপুর
রংপুর সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে রংপুর-৩ আসন। স্বাধীনতার ৫২ বছরে এই আসনে আওয়ামী লীগ মাত্র সাড়ে ৩ বছর এবং মাঝখানে কিছু সময় বিএনপি থাকলেও ৪৩ বছর জাতীয় পার্টির (জাপা) দখলে। এর অন্যতম কারণ হুসেইন মুহম্মদ এরশাদ। শুধু এই আসন নয়, পুরো রংপুর একসময় ‘লাঙ্গলের ঘাঁটি’ ছিল। কিন্তু দিন বদলে গেছে। রংপুর-১ ও রংপুর-৩ ছাড়া বাকি ৪টি আসন আওয়ামী লীগের দখলে।
আগামী নির্বাচনে এ দুটিও নিয়ে নিতে জোর তৎপরতা শুরু করেছে দলটি। তবে টিকে থাকতে মাঠে প্রস্তুত জাপাও। সাধারণ ভোটাররা বলছেন, ভোটের মাঠে এবার জমবে লড়াই।২০১৮ সালের নির্বাচনে মহাজোট থেকে এমপি নির্বাচিত হন হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি ২০১৯ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করলে উপনির্বাচন হয়। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তাঁর ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। এবারও তিনি মনোনয়ন চাইবেন। তবে এবার মনোনয়নপ্রত্যাশী হিসেবে জি এম কাদেরের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া মনোনয়ন চাইবেন হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির আলী।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের সদস্য এবং সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া। বিএনপি নির্বাচনে গেলে মনোনয়ন চাইবেন রংপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক রিটা রহমান, আহ্বায়ক সামসুজ্জামান সামু ও কাওসার জামান বাবলা।
জাপার স্থানীয় নেতা-কর্মীরা জানান, সাদ এরশাদ শপথ নেওয়ার সাড়ে তিন বছর অতিবাহিত হচ্ছে। বেশির ভাগ সময় তিনি থাকেন ঢাকায়। এলাকার মানুষ প্রয়োজনে তাঁকে পাশে পান না। নেতা-কর্মীদের সঙ্গেও তাঁর তেমন যোগাযোগ নেই। দৃশ্যমান উন্নয়নও হয়নি। দলটির এক নেতা বলেন, ‘সাদ এরশাদের জনসম্পৃক্ততা না থাকা রংপুরকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। যদি এবার তাঁকে মনোনয়ন
দেওয়া হয়, তাহলে অধিকাংশ নেতা-কর্মী মাঠে কাজ করবেন না। সাধারণ মানুষও তাঁকে মেনে নেবেন না।’ আরেক নেতা বলেন, ‘এবার যদি এখানে ভালো প্রার্থী দেওয়া না হয়, তাহলে আসনটি ধরে রাখা খুবই কঠিন হবে।’
এ ব্যাপারে সাদ এরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু স্বার্থলোভী নেতা স্বার্থ হাসিল করতে না পারায় আমার বিরুদ্ধে কথা বলছেন। তবে আশা করি, আবার আমি মনোনয়ন পাব।’ দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রিজিকের মালিক আল্লাহ।’
জাপার নেতা এস এম ইয়াসির আলী বলেন, ‘এবার মনোনয়ন চাইব। তবে জিএম কাদের এই আসনে গেলে আমি সরে আসব।’
আওয়ামী লীগের একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী হলেও মাঠে দেখা যাচ্ছে তুষার কান্তি মণ্ডল, মমতাজ উদ্দিন আহমেদ ও হোসনে আরা লুৎফা ডালিয়াকে। অন্তত আওয়ামী লীগের ১০ জন নেতার সঙ্গে কথা হলে তাঁরা জানান, যেকোনো মূল্যে রংপুর-৩ আসন এবার আয়ত্তে নিতে চান। আসনটিতে দীর্ঘ সময় দলটির এমপি না থাকায় সাংগঠনিক দিক দুর্বল হয়ে পড়েছে।
মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘স্বাধীনতার পর থেকে এই আসনে আমাদের কোনো এমপি নেই। এতে সাংগঠনিকভাবে এই আসনে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়ছে।
এ ছাড়া এখানে যাঁরা এমপি আছেন, তাঁরা সাধারণ মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছান না। তাঁদের নেতা-কর্মীরা ভাগ-বাঁটোয়ারা করে নেন। এ জন্যই এখানে আওয়ামী লীগের এমপি দরকার।’তুষার কান্তি মণ্ডল বলেন, ‘জাতীয় পার্টি দিয়ে কোনো উন্নয়ন হবে না। এবার আমি দল থেকে মনোনয়ন চাইব। নেত্রী অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন, আমি মাঠে আছি। এই আসনে ছাড় দেওয়া হবে না।’
নিরপেক্ষ নির্বাচন হলে আসনটি নিজেদের দখলে নিতে পারবেন বলে মনে করেন বিএনপির নেতা-কর্মীরা। সামসুজ্জামান সামু বলেন, ‘যদি তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হয়, মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য।’
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সেক্রেটারি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস প্রার্থী হতে পারেন।
রংপুর সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে রংপুর-৩ আসন। স্বাধীনতার ৫২ বছরে এই আসনে আওয়ামী লীগ মাত্র সাড়ে ৩ বছর এবং মাঝখানে কিছু সময় বিএনপি থাকলেও ৪৩ বছর জাতীয় পার্টির (জাপা) দখলে। এর অন্যতম কারণ হুসেইন মুহম্মদ এরশাদ। শুধু এই আসন নয়, পুরো রংপুর একসময় ‘লাঙ্গলের ঘাঁটি’ ছিল। কিন্তু দিন বদলে গেছে। রংপুর-১ ও রংপুর-৩ ছাড়া বাকি ৪টি আসন আওয়ামী লীগের দখলে।
আগামী নির্বাচনে এ দুটিও নিয়ে নিতে জোর তৎপরতা শুরু করেছে দলটি। তবে টিকে থাকতে মাঠে প্রস্তুত জাপাও। সাধারণ ভোটাররা বলছেন, ভোটের মাঠে এবার জমবে লড়াই।২০১৮ সালের নির্বাচনে মহাজোট থেকে এমপি নির্বাচিত হন হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি ২০১৯ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করলে উপনির্বাচন হয়। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তাঁর ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। এবারও তিনি মনোনয়ন চাইবেন। তবে এবার মনোনয়নপ্রত্যাশী হিসেবে জি এম কাদেরের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া মনোনয়ন চাইবেন হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির আলী।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের সদস্য এবং সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া। বিএনপি নির্বাচনে গেলে মনোনয়ন চাইবেন রংপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক রিটা রহমান, আহ্বায়ক সামসুজ্জামান সামু ও কাওসার জামান বাবলা।
জাপার স্থানীয় নেতা-কর্মীরা জানান, সাদ এরশাদ শপথ নেওয়ার সাড়ে তিন বছর অতিবাহিত হচ্ছে। বেশির ভাগ সময় তিনি থাকেন ঢাকায়। এলাকার মানুষ প্রয়োজনে তাঁকে পাশে পান না। নেতা-কর্মীদের সঙ্গেও তাঁর তেমন যোগাযোগ নেই। দৃশ্যমান উন্নয়নও হয়নি। দলটির এক নেতা বলেন, ‘সাদ এরশাদের জনসম্পৃক্ততা না থাকা রংপুরকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। যদি এবার তাঁকে মনোনয়ন
দেওয়া হয়, তাহলে অধিকাংশ নেতা-কর্মী মাঠে কাজ করবেন না। সাধারণ মানুষও তাঁকে মেনে নেবেন না।’ আরেক নেতা বলেন, ‘এবার যদি এখানে ভালো প্রার্থী দেওয়া না হয়, তাহলে আসনটি ধরে রাখা খুবই কঠিন হবে।’
এ ব্যাপারে সাদ এরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু স্বার্থলোভী নেতা স্বার্থ হাসিল করতে না পারায় আমার বিরুদ্ধে কথা বলছেন। তবে আশা করি, আবার আমি মনোনয়ন পাব।’ দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রিজিকের মালিক আল্লাহ।’
জাপার নেতা এস এম ইয়াসির আলী বলেন, ‘এবার মনোনয়ন চাইব। তবে জিএম কাদের এই আসনে গেলে আমি সরে আসব।’
আওয়ামী লীগের একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী হলেও মাঠে দেখা যাচ্ছে তুষার কান্তি মণ্ডল, মমতাজ উদ্দিন আহমেদ ও হোসনে আরা লুৎফা ডালিয়াকে। অন্তত আওয়ামী লীগের ১০ জন নেতার সঙ্গে কথা হলে তাঁরা জানান, যেকোনো মূল্যে রংপুর-৩ আসন এবার আয়ত্তে নিতে চান। আসনটিতে দীর্ঘ সময় দলটির এমপি না থাকায় সাংগঠনিক দিক দুর্বল হয়ে পড়েছে।
মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘স্বাধীনতার পর থেকে এই আসনে আমাদের কোনো এমপি নেই। এতে সাংগঠনিকভাবে এই আসনে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়ছে।
এ ছাড়া এখানে যাঁরা এমপি আছেন, তাঁরা সাধারণ মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছান না। তাঁদের নেতা-কর্মীরা ভাগ-বাঁটোয়ারা করে নেন। এ জন্যই এখানে আওয়ামী লীগের এমপি দরকার।’তুষার কান্তি মণ্ডল বলেন, ‘জাতীয় পার্টি দিয়ে কোনো উন্নয়ন হবে না। এবার আমি দল থেকে মনোনয়ন চাইব। নেত্রী অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন, আমি মাঠে আছি। এই আসনে ছাড় দেওয়া হবে না।’
নিরপেক্ষ নির্বাচন হলে আসনটি নিজেদের দখলে নিতে পারবেন বলে মনে করেন বিএনপির নেতা-কর্মীরা। সামসুজ্জামান সামু বলেন, ‘যদি তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হয়, মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য।’
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সেক্রেটারি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস প্রার্থী হতে পারেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪