Ajker Patrika

৫৬ বিদ্যালয়ের ১৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ২৮
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কয়েক বছর থেকে ডেপুটেশনে এবং একজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাবরিনা আনাম ২০১৫ সাল থেকে ডেপুটেশনে ছিলেন। গত মাসে সেই ডেপুটেশন বাতিল হলেও তিনি এখনো কাজে যোগ দেননি। আবার সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া ২০২০ সালের অক্টোবরে বদলি হয়ে জেলার সিংড়া উপজেলায় যোগদান করায় সেই পদটিও শূন্য রয়েছে।

আরও জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৮টিতে প্রধান শিক্ষক কর্মরত আছেন। আর ১৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই ১৮টির মধ্যে আবার নতুন সরকারি ফাগুয়াড়দিয়ার নামো হাটদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁকার তকিনগর সরকারি প্রাথমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক পদ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাই ওই ৩টি পদের বিপরীতে একজন শিক্ষা কর্মকর্তা ও এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, তিনজন শিক্ষা কর্মকর্তার মধ্যে দীর্ঘদিন থেকে দুজন নেই। বিশেষ করে প্রধান কর্মকর্তা না থাকায় পুরো উপজেলার শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তাদের প্রধান কাজ বিদ্যালয় পরিদর্শন করা। কিন্তু শিক্ষা কর্মকর্তা না থাকায় সেই কাজে ঘাটতি পড়েছে।

কাজে যোগ না দেওয়ার ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, ‘আমার ডেপুটেশন বাতিল হয়নি। আমি এখনো রাজশাহী ডিডি অফিসে কর্মরত।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ বলেন, বাগাতিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার ডেপুটেশন বাতিলের চিঠি পেয়েছিলেন তিনি। তবে তিনি আবার সেটি স্থগিত করিয়েছেন কি না তা জানা নেই তাঁর। এ ছাড়া প্রধান শিক্ষক নিয়োগ ২০১৩ সাল থেকে বন্ধ থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত