রাঙামাটি প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে। মুখে যত কথাই বলুক, যথাসময়ে বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন মোশাররফ।
মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন। এই কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সরকারপ্রধান সরকার চালাবে আর নির্বাচন কমিশন তার নির্বাচন পরিচালনা করবে। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’ তিন পার্বত্য আসনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মোশাররফ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শ্রীলঙ্কা পর্যটন খাত ও কৃষি খাতের ওপর নির্ভরশীল। করোনার কারণে এ দুটি খাতে বিপর্যয় নেমে আসায় শ্রীলঙ্কার এ পরিণতি হয়েছে। কিন্তু বাংলাদেশ কৃষি খাত, শিল্প খাত এবং বৈদেশিক মুদ্রা আয়ের ওপর নির্ভরশীল। করোনার মাঝেও এ খাতগুলো সচল ছিল। এ ছাড়া বাংলাদেশে যেসব মেগা প্রকল্প নেওয়া হয়েছে, এগুলোতে বিনিয়োগ শেষ। এখন শুধু আয় আসবে। যার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না।’
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘বিএনপি পাকিস্তানের অ্যাজেন্ডা বাস্তবায়ন করে। বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সৃষ্টি করা দল। এরা পাকিস্তানকে ভালোবাসে। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এখন অনেক এগিয়ে। বাংলাদেশের টাকার মান পাকিস্তানের রুপির মানের চেয়ে দ্বিগুণ। বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই এগিয়ে যাওয়া বিএনপির সহ্য হয় না।’
আওয়ামী লীগের দল গঠন নিয়ে হানিফ আরও বলেন, ‘যেসব নেতা পচা গন্ধ ছড়ায়, তাদের ত্যাগ করুন। যারা সুগন্ধি ছড়ায়, তাদের খুঁজে খুঁজে দল গঠন করে শক্তিশালী করুন।’
সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
সম্মেলন শুরুর আগে বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক দেন দলীয় নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে। মুখে যত কথাই বলুক, যথাসময়ে বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন মোশাররফ।
মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন। এই কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সরকারপ্রধান সরকার চালাবে আর নির্বাচন কমিশন তার নির্বাচন পরিচালনা করবে। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’ তিন পার্বত্য আসনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মোশাররফ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শ্রীলঙ্কা পর্যটন খাত ও কৃষি খাতের ওপর নির্ভরশীল। করোনার কারণে এ দুটি খাতে বিপর্যয় নেমে আসায় শ্রীলঙ্কার এ পরিণতি হয়েছে। কিন্তু বাংলাদেশ কৃষি খাত, শিল্প খাত এবং বৈদেশিক মুদ্রা আয়ের ওপর নির্ভরশীল। করোনার মাঝেও এ খাতগুলো সচল ছিল। এ ছাড়া বাংলাদেশে যেসব মেগা প্রকল্প নেওয়া হয়েছে, এগুলোতে বিনিয়োগ শেষ। এখন শুধু আয় আসবে। যার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না।’
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘বিএনপি পাকিস্তানের অ্যাজেন্ডা বাস্তবায়ন করে। বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সৃষ্টি করা দল। এরা পাকিস্তানকে ভালোবাসে। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এখন অনেক এগিয়ে। বাংলাদেশের টাকার মান পাকিস্তানের রুপির মানের চেয়ে দ্বিগুণ। বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই এগিয়ে যাওয়া বিএনপির সহ্য হয় না।’
আওয়ামী লীগের দল গঠন নিয়ে হানিফ আরও বলেন, ‘যেসব নেতা পচা গন্ধ ছড়ায়, তাদের ত্যাগ করুন। যারা সুগন্ধি ছড়ায়, তাদের খুঁজে খুঁজে দল গঠন করে শক্তিশালী করুন।’
সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
সম্মেলন শুরুর আগে বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক দেন দলীয় নেতারা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪