Ajker Patrika

কেনির ফিরে আসার গল্পটা অনুপ্রেরণার

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০: ০১
কেনির ফিরে আসার গল্পটা অনুপ্রেরণার

কয়েক মাস আগে গর্ভপাত হয়েছিল ব্রিটিশ ট্র্যাক সাইক্লিস্ট লরা কেনির। অ্যাক্টোপিক প্রেগনেন্সির (জরায়ুর বাইরে গর্ভধারণ) কারণে তাঁর নিজের জীবনও সংশয়ে পড়েছিল। পরিস্থিতি এমন ছিল যে খেলা ছেড়ে দেওয়ার চিন্তাও করেছিলেন তিনি। তবে বিদায়ের আগে শেষবারের মতো ট্র্যাকে নামতে চেয়েছিলেন কেনি।

‘শেষ’ লড়াই লড়তে ফিরে এসেছিলেন কমনওয়েলথ গেমসে। আত্মবিশ্বাসের অভাবে ভোগা কেনিই রেস শেষ করেছেন সোনা জিতে। তাঁর এই অর্জন যেন বড় এক স্বপ্নপূরণ। নিজের শেষ রেসে লড়তে আসা কেনির হাত ধরেই বার্মিংহামে সাইক্লিংয়ে প্রথম সোনা জিতল ইংল্যান্ড। আর ২০১৪ সালের পর আবার কমনওয়েলথে সোনা জয়ের কৃতিত্ব দেখালেন কেনি।

নিজের এ অর্জন যেন কেনিরই বিশ্বাস হচ্ছে না! সোনা জয়ের পর তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না! জেসেকে (কেনির স্বামী) বলেছিলাম, এটাই আমার শেষ রেস হতে যাচ্ছে।’

শেষ রেসের জন্য কেনির প্রস্তুতিটাও সহজ ছিল না। নিজের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমি উদ্যম হারিয়ে ফেলেছিলাম। অনুশীলনও খুব ভালোভাবে করতে পারছিলাম না। এত কিছুর পর নিজেকে ধরে রাখা বিভীষিকার মতো ছিল। আমি নিজের অনুপ্রেরণা হারিয়ে ফেলেছিলাম।’

বাংলাদেশের হতাশা

বার্মিংহামে গতকালও হতাশায় কেটেছে বাংলাদেশের। পুরুষদের ১০০ মিটার দৌড়ে বাংলাদেশের ইমরানুর রহমান হয়েছেন ৩৩তম আর সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা হয়েছেন ৪৪তম।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত