Ajker Patrika

সংস্কারকাজে ধীরগতি খানাখন্দে ভোগান্তি

তিতাস প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২: ২৬
সংস্কারকাজে ধীরগতি খানাখন্দে ভোগান্তি

তিতাসের বাতাকান্দি বাজার থেকে দাউদকান্দি বাজার হয়ে মোহনপুর লঞ্চঘাট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার সড়কের সংস্কারকাজের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। এতে দেড় বছর ধরে ধুলোবালি, খানাখন্দে ভোগান্তি পোহাচ্ছে তিন ইউনিয়নের অন্তত ৫০ হাজার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে ১১ কিলোমিটারের সড়কটি সংস্কারের কাজ পায় নোনা-মাইশা-বিএসএল (জেভি) ঠিকাদার কোম্পানি। এর ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ১৫ হাজার টাকা। ২০২০ সালের নভেম্বরে কাজ শুরু হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল।

সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়ায় উপজেলার সাতানী, জগতপুর ও মজিদপুর ইউনিয়নের ৪০ থেকে ৫০ হাজার বাসিন্দা চলাচলে ভোগান্তি পোহাচ্ছে। এই বাসিন্দাদের চলাচলে সড়কটিই ভরসা। খানাখন্দে, ভাঙাচোরা ডিঙিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা ঘটছে।

মজিদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মুকবুল মাহমুদ প্রধান বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের বাসিন্দা মহসিন মিয়া বলেন, ‘৫০ হাজার লোকের চলাচলের একমাত্র ভরসা বাতাকান্দি-মোহনপুর সড়ক। অনেক দিন হয়েছে রাস্তাটির কাজ শুরু করেছে, কিন্তু কাজ শেষ না হওয়ায় আমাদের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। আমরা চাই দ্রুত কাজটি করে এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে রেহাই দেওয়া হবে।’

সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রামের বাসিন্দা মো. মামুনুর রশিদ বলেন, ‘নির্ধারিত সময়ে কাজটি শেষ হয়নি। তবে আশার কথা হলো, এখনো কাজ চলছে।’

এ বিষয়ে ঠিকাদার রাসেল বিন সালাম বলেন, ‘করোনাকালীন লকডাউন থাকায় সারা দেশের মতো আমাদের কাজটাও বন্ধ ছিল। এখন কাজ চলছে। আশা করি, সময়মতো কাজটি শেষ করতে পারব।’

তিতাস উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক কাজের ধীরগতির বিষয়টি স্বীকার করে কাজ চলছে বলে জানান।

কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলী বলেন, ‘নির্ধারিত সময়ে কাজটি শেষ না হওয়ায় ঠিকাদার চলতি বছরের জুন মাস পর্যন্ত সময় পাবেন। এখন কাজ শুরু হয়েছে। আশা করি, জুন মাসের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত