Ajker Patrika

চুলের গোড়া ভেজা রাখবেন না

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১: ১৬
চুলের গোড়া ভেজা রাখবেন না

প্রশ্ন: আমি একজন কিশোর। আমার স্টাইলিং কোন ধরনের হওয়া উচিত, জানতে চাই। ত্বকের যত্ন, হেয়ারস্টাইল বা কোন ধরনের প্রসাধনী ব্যবহার করব?
শিহাব আহমেদ, সিরাজগঞ্জ

উওর: কিশোর বয়স থেকেই আপনি ফেসিয়াল, স্পা, ম্যানিকিউর, পেডিকিউর করে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারেন। আপনি ত্বকের ধরন জানাননি। তাই প্রসাধনী বাছতে একজন বিউটি এক্সপার্টের পরামর্শ নিতে পারেন।
হেয়ার জেল, ক্রিম, স্প্রে ইত্যাদি ব্যবহার করলে অবশ্যই রাতে শ্যাম্পু করে, ভালোভাবে পরিষ্কার করে ড্রাই করে নেবেন। তারপর সেগুলো ব্যবহার করবেন।

প্রশ্ন: আমার বয়স ৩০ বছর। বছরে একবার বাড়িতেই গার্নিয়ার হেয়ার কালার দিয়ে চুল রং করি। শ্যাম্পুর মধ্য়ে ডাভ ও পেনটেইন ব্যবহার করি। ইদানীং প্রচুর চুল পড়ে। চুল পড়া রোধে কী করা যেতে পারে?
ফারজানা রহমান, কক্সবাজার

উওর: চুল নানা কারণে পড়তে পারে। এ জন্য চিকিৎসকের কাছে যেতে হবে। তবে অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন, চুলের গোড়া ভেজা রাখবেন না। খুশকি বা উকুন থাকলে ট্রিটমেন্ট করে নেবেন। এক দিন পরপর ভালোভাবে শ্যাম্পু, কন্ডিশনিং, সেরাম লাগিয়ে কুল মোদ দিয়ে ব্লোড্রাই করে নেবেন।

প্রশ্ন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কী করা যেতে পারে? স্কিনপলিশ কি আসলেই কার্যকর?
নাম প্রকাশে অনিচ্ছুক, কেরানীগঞ্জ

উওর: পর্যাপ্ত পানি ও ভিটামিন সি-যুক্ত ফল খেতে হবে। ভালোভাবে সকালে এবং রাতে ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজার বা সানব্লক লাগাবেন। প্রফেশনাল ট্রিটমেন্ট নিতে কসমেটোলজিস্টের পরামর্শ নিতে পারেন। 

পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত