Ajker Patrika

মনোনয়নপত্র কেনার পর জানলেন ‘মৃত’

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ৪৯
মনোনয়নপত্র কেনার পর জানলেন ‘মৃত’

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে মনোনয়নপত্র কেনার পর জানলেন তিনি মৃত। ভোটার তালিকায় তাঁর নাম নেই। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে। আব্দুর রহমান নামের ওই ব্যক্তি উপজেলার নারান্দিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মাইস্তা গ্রামের বাসিন্দা।

জানতে চাইলে আব্দুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে নারান্দিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন করতে ভোটার আইডি কার্ড ও জামানত জমা দিয়ে মনোনয়নপত্র কেনেন। এরপর নির্বাচন অফিস তাঁকে একটি সিডি দেয়। কিন্তু সেই সিডির ভোটার তালিকায় তাঁর নাম নেই। নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাঁদের কাগজেও তাঁকে মৃত দেখানো হয়। এ ছাড়া নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে তাঁর কোনো তথ্যও নেই। তাঁকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে সব তথ্য অপসারণ করা হয়েছে।

আব্দুর রহমান আরও বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর আবেদন করেছেন। ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এ জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাঁকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। ফোনেও কথা বলেছি। সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি নির্বাচনও করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত