আক্তার জাহান সুমি
২০২২ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Paragraph লেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:
Paragraph বা অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি ভাব বা বিষয় অবলম্বনে রচিত কতগুলো ধারাবাহিক এবং সুসংবদ্ধ sentence-এর সমষ্টি। Paragraph লেখার আগে বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে হবে। Paragraph-এ একটিমাত্র Para থাকে এবং এর বাক্যগুলোর মধ্যে মূলভাবের ধারাবাহিকতা থাকা আবশ্যক।
একটি ভালো paragraph-এর তিনটি অংশ:
1. Introduction or topic sentence
2. Middle or supporting ideas
3. Conclusion
নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের জন্য দুই ধরনের paragraph লেখার নির্দেশনা রয়েছে।
1. Methodological paragraph
2. Situational paragraph
Methodological paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু key words দেওয়া থাকে, সেগুলোর ওপর ভিত্তি করে Paragraph লিখতে হয়।
Situational paragraph আবার তিন ধরনের হতে পারে যেমন:
1. Model paragraph
2. Question paragraph
3. Hints paragraph
Model paragraph: এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করে, তার ওপর ভিত্তি করে অনুরূপ একটি paragraph লিখতে হয়।
Question paragraph: এ ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নগুলোর উত্তর দিয়ে paragraphটি সম্পন্ন করতে হয়।
Hints paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু hints দেওয়া থাকে। hints অনুযায়ী বাক্য গঠন করে paragraphটি সম্পন্ন করতে হয়।
সাধারণত যেকোনো একটি Topic-এর ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী উত্তরের মাধ্যমে paragraphটি লিখতে হয়। ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারলে Paragraph লেখা হয়ে যাবে, তবে মনে রাখতে হবে Paragraphটিতে প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তর যেন অবশ্যই থাকে।
Paragraph লিখতে হলে নিচের বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমন:
আক্তার জাহান সুমি
সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।
২০২২ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Paragraph লেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:
Paragraph বা অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি ভাব বা বিষয় অবলম্বনে রচিত কতগুলো ধারাবাহিক এবং সুসংবদ্ধ sentence-এর সমষ্টি। Paragraph লেখার আগে বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে হবে। Paragraph-এ একটিমাত্র Para থাকে এবং এর বাক্যগুলোর মধ্যে মূলভাবের ধারাবাহিকতা থাকা আবশ্যক।
একটি ভালো paragraph-এর তিনটি অংশ:
1. Introduction or topic sentence
2. Middle or supporting ideas
3. Conclusion
নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের জন্য দুই ধরনের paragraph লেখার নির্দেশনা রয়েছে।
1. Methodological paragraph
2. Situational paragraph
Methodological paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু key words দেওয়া থাকে, সেগুলোর ওপর ভিত্তি করে Paragraph লিখতে হয়।
Situational paragraph আবার তিন ধরনের হতে পারে যেমন:
1. Model paragraph
2. Question paragraph
3. Hints paragraph
Model paragraph: এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করে, তার ওপর ভিত্তি করে অনুরূপ একটি paragraph লিখতে হয়।
Question paragraph: এ ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নগুলোর উত্তর দিয়ে paragraphটি সম্পন্ন করতে হয়।
Hints paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু hints দেওয়া থাকে। hints অনুযায়ী বাক্য গঠন করে paragraphটি সম্পন্ন করতে হয়।
সাধারণত যেকোনো একটি Topic-এর ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী উত্তরের মাধ্যমে paragraphটি লিখতে হয়। ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারলে Paragraph লেখা হয়ে যাবে, তবে মনে রাখতে হবে Paragraphটিতে প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তর যেন অবশ্যই থাকে।
Paragraph লিখতে হলে নিচের বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমন:
আক্তার জাহান সুমি
সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫