Ajker Patrika

৫০০ পেরিয়ে মিঠাই

আপডেট : ০১ জুন ২০২২, ০৯: ২৪
৫০০ পেরিয়ে মিঠাই

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ ৫০০ পর্ব পেরিয়ে গেল। গত বছরের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এ সিরিয়ালের পথচলা। দেড় বছরের সফরে বেশির ভাগ সময়ই টিআরপি তালিকায় শীর্ষ স্থানটি নিজের দখলে রেখেছিল ‘মিঠাই’। টানা ৩৯ সপ্তাহ তালিকায় সেরা ছিল মিঠাই ও সিডের প্রেমকাহিনি। যদিও অনেক দিন ধরে শীর্ষ স্থানটির দখল হারিয়েছে ‘মিঠাই’। স্টার জলসার ‘গাঁটছড়া’র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তার।

৫০০ পর্ব পূর্তি উপলক্ষে সোমবার ‘মিঠাই’য়ের সেটে বসেছিল মিলনমেলা। অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী—সবাই খাওয়াদাওয়া আর হইহুল্লোড়ে কাটিয়েছেন সারা দিন। ‘জয় গোপাল’ লেখা একটি কেক আনা হয়েছিল উদ্‌যাপনের জন্য। ৫০০ পর্ব উদ্‌যাপনের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিঠাই চরিত্রের অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তিনি জানান, নতুন মাইলফলক অতিক্রমের উদ্‌যাপনে মেতেছিলেন সবাই। ‘মিঠাই’ টিমকে পুরোনো ছন্দে দেখে খুশি নেটিজেনরাও।

মিঠাই চরিত্রে অভিনয় করে সৌমিতৃষা কুণ্ডু পেয়েছেন ব্যাপক পরিচিতি। তিনি বলেন, ‘দর্শকের ভালোবাসা না থাকলে এত সাফল্য পাওয়া হতো না। আশা করছি, যত দিন “মিঠাই” চলবে, এমনই আনন্দ-ফুর্তি করে দেখবেন।’

‘মিঠাই’ এমন এক মেয়ের গল্প, যার পরিবার ঐতিহ্য মেনে অনেক বছর ধরে মিষ্টি তৈরি করে। মিষ্টি তৈরিতে সিদ্ধহস্ত মিঠাই নিজেও। সারাক্ষণ দুষ্টুমিতে মাতিয়ে রাখে চারপাশ। মধ্যবিত্ত ঘরের মিঠাইয়ের বিয়ে হয় বড়লোক ঘরের ছেলে সিদ্ধার্থ মোদক (উচ্ছেবাবু)-এর সঙ্গে। এরপর নানা সংকট নিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়ালটির গল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত