নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহাম্মদপুরে গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে একটি ট্রাকের ধাক্কায় আরজু বেগম নামের এক বৃদ্ধা আহত হন। ওই নারীকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। আর চালকসহ গাড়িটি জব্দ করে পুলিশ। পুলিশ প্রথমে গাড়িটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) বলে জানায়। পরে ফের জানায়, গাড়িটি উত্তরের নয়, বরং দক্ষিণের। গাড়িটিতেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) স্টিকার লাগানো রয়েছে। তবে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষই ট্রাকটির দায় নিতে নারাজ।
এদিকে গতকাল দিবাগত রাত পর্যন্ত ওই ট্রাকমালিকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডিএনসিসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গাড়ির চালক ও সহকারী কেউ উত্তর সিটি করপোরেশনের নয়। প্রমাণ হিসেবে পুলিশের হাতে জব্দ গাড়িটির কিছু ছবি পাঠায় তারা।
মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে জব্দ গাড়িটিতে দেখা যায়, এটির সামনের গ্লাসে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গভীর নর্দমা পরিষ্কারের কাজে নিয়োজিত’ লেখা। সঙ্গে রয়েছে দক্ষিণ সিটির লোগো ও নিচে লেখা আদেশক্রমে-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এদিকে ট্রাকের ধাক্কায় আহত বৃদ্ধা আরজু বেগম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তাঁর বড় মেয়ের জামাই জয়নাল হোসেন। তিনি বলেন, আমার শাশুড়ি কোমর, বুকের পাঁজর ও বাহুতে আঘাত পেয়েছিলেন।
গাড়িটির মালিকানা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় ডিএসসিসিও। তাঁদের দাবি, যশোর-ট-১২৩৬ নামের গাড়িটির মালিক দক্ষিণ সিটি করপোরেশন নয়। দক্ষিণ সিটির পরিবহন তথ্য ভান্ডারে এই গাড়ি ব্যবহারের কোনো তথ্য নেই। দুর্ঘটনাস্থলও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নয়।
এতে আরও বলা হয়, গাড়িটিতে অসৎ উদ্দেশ্যে স্টিকার লাগানো হয়েছে। স্টিকার থাকলেই সেটি কোনো সংস্থার গাড়ি হয়ে যায় না। কারণ অপরাধীরা নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। এদিকে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, আমরা জানতে পেরেছি গাড়িটি উত্তর সিটি ও দক্ষিণ সিটি করপোরেশন কারোরই নয়। বরং এটি ব্যক্তিমালিকানাধীন। তবে গাড়ির মালিকের নাম এখনো জানতে পারিনি।
পলিশ আরও জানায়, গাড়িটিতে ময়লা বহন বা এমন কাজে ব্যবহারের কোনো চিহ্নও পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেন বলেন, মালিকানাধীন গাড়িতে যে ব্যক্তি সিটি করপোরেশনের স্টিকার লাগিয়েছেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। শনাক্তের চেষ্টা চলছে।
গত ২৪ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় মারা যান কবির খান নামের এক গণমাধ্যমকর্মী।
মোহাম্মদপুরে গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে একটি ট্রাকের ধাক্কায় আরজু বেগম নামের এক বৃদ্ধা আহত হন। ওই নারীকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। আর চালকসহ গাড়িটি জব্দ করে পুলিশ। পুলিশ প্রথমে গাড়িটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) বলে জানায়। পরে ফের জানায়, গাড়িটি উত্তরের নয়, বরং দক্ষিণের। গাড়িটিতেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) স্টিকার লাগানো রয়েছে। তবে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষই ট্রাকটির দায় নিতে নারাজ।
এদিকে গতকাল দিবাগত রাত পর্যন্ত ওই ট্রাকমালিকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডিএনসিসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গাড়ির চালক ও সহকারী কেউ উত্তর সিটি করপোরেশনের নয়। প্রমাণ হিসেবে পুলিশের হাতে জব্দ গাড়িটির কিছু ছবি পাঠায় তারা।
মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে জব্দ গাড়িটিতে দেখা যায়, এটির সামনের গ্লাসে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গভীর নর্দমা পরিষ্কারের কাজে নিয়োজিত’ লেখা। সঙ্গে রয়েছে দক্ষিণ সিটির লোগো ও নিচে লেখা আদেশক্রমে-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এদিকে ট্রাকের ধাক্কায় আহত বৃদ্ধা আরজু বেগম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তাঁর বড় মেয়ের জামাই জয়নাল হোসেন। তিনি বলেন, আমার শাশুড়ি কোমর, বুকের পাঁজর ও বাহুতে আঘাত পেয়েছিলেন।
গাড়িটির মালিকানা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় ডিএসসিসিও। তাঁদের দাবি, যশোর-ট-১২৩৬ নামের গাড়িটির মালিক দক্ষিণ সিটি করপোরেশন নয়। দক্ষিণ সিটির পরিবহন তথ্য ভান্ডারে এই গাড়ি ব্যবহারের কোনো তথ্য নেই। দুর্ঘটনাস্থলও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নয়।
এতে আরও বলা হয়, গাড়িটিতে অসৎ উদ্দেশ্যে স্টিকার লাগানো হয়েছে। স্টিকার থাকলেই সেটি কোনো সংস্থার গাড়ি হয়ে যায় না। কারণ অপরাধীরা নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। এদিকে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, আমরা জানতে পেরেছি গাড়িটি উত্তর সিটি ও দক্ষিণ সিটি করপোরেশন কারোরই নয়। বরং এটি ব্যক্তিমালিকানাধীন। তবে গাড়ির মালিকের নাম এখনো জানতে পারিনি।
পলিশ আরও জানায়, গাড়িটিতে ময়লা বহন বা এমন কাজে ব্যবহারের কোনো চিহ্নও পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেন বলেন, মালিকানাধীন গাড়িতে যে ব্যক্তি সিটি করপোরেশনের স্টিকার লাগিয়েছেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। শনাক্তের চেষ্টা চলছে।
গত ২৪ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় মারা যান কবির খান নামের এক গণমাধ্যমকর্মী।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪