Ajker Patrika

দুর্বৃত্তের হামলায় নারী নিহত

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৬
দুর্বৃত্তের হামলায় নারী নিহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তের হামলায় তিলোত্তমা মন্ডল পুতুল (৪০) নামের এক নারী নিহত হয়েছেন ৷ মারাত্মক আহত হয়েছেন একই পরিবারের আরও দুজন। উপজেলার হাটবাটি গ্রামে ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত গভীর রাতে। গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত পুতুল বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বিত্তিশালুয়া বয়ারডাঙ্গা গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের কন্যা। গত দুইদিন আত্মীয় প্রকাশ মিস্ত্রির বাড়িতে ছিলেন তিনি। এ ঘটনায় জখম হয়েছেন, প্রকাশ মিস্ত্রী ও তার স্ত্রী দীপিকা মিস্ত্রি। নিহতের বড় ভাই সোমবার বিকেলে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনাস্থলে থেকে বটিয়াঘাটা থানার এস আই প্রভাস কুমার জানান, গত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা। প্রথমে পুতুলকে আক্রমণ করে। পুতুলের মুখে ও হাতে কুপিয়ে জখম করা হয়। এরপর ঘরে থাকা অপর দু’জন প্রকাশ মিস্ত্রি ও দীপিকা মিস্ত্রিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত রোববার হাটবাটি গ্রামে প্রকাশ মিস্ত্রির বাড়িতে বেড়াতে আসে তার শ্যালিকা পুতুল। রাতে তারা খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। পার্শ্ববর্তী স্থানীয় বিজয় গাইন বলেন, রাত তখন আনুমানিক তিনটা। প্রকাশ ও তার স্ত্রী দিপিকা মিস্ত্রি একটি ঘেরের মধ্য দিয়ে দৌড়ে এসে আমার বাড়িতে আসে। এসেই তারা আত্মচিৎকার করতে থাকে। বাঁচাও বাঁচাও বলে। তখন আমরা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি প্রকাশ ও তার স্ত্রীর আমার উঠানে দাঁড়ানো। তাদের সারা শরীর রক্তে ভিজে যাচ্ছে। তাদের দুজনের মাথায় ও হাতের বিভিন্ন স্থানে রক্ত লাগানো।

তখন এ অবস্থার কারণ জানতে চাইলে প্রকাশ বলেন, আমাদের বাড়িতে কে বা কারা এসে আমাদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে। আমার শ্যালিকাকেও ঘরের ভেতর থেকে ধরে নিয়ে গেছে। তাকেও অস্ত্র দিয়ে কুপাচ্ছে। পরে স্থানীয়রা প্রকাশ ও তার স্ত্রীকে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থা দেখে খুলনা মেডিল কলেজ হাসপাতালে পাঠান।

দীপিকা মিস্ত্রির অবস্থা আশঙ্কাজনক। কি কারণে তাদের ওপর এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা তা এখনও জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বটিয়াঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে কে বা কারা একই পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। একজন নিহত হলেও দু’জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পুতুলের এলাকার ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম বলেন, হত্যার সংবাদ শুনেছি। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। দীর্ঘদিন আগে তার বিবাহ হয়েছিল। বর্তমান সে স্বামী পরিত্যক্তা। নিহত পুতুল মানসিক রোগে ভুগছিল বলে তিনি দাবি করেন।

পুতুলের চাচাতো ভাই মৃন্ময় মন্ডল বলেন, সে মামার বাড়ি যাবে বলে গত শনিবার বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রায় ২০ বছর আগে তার বিবাহ হয়েছিল বটিয়াঘাটা উপজেলার শৈলমারী এলাকায়। তার স্বামী মারা যায়। এরপর থেকে পুতুল তার বাপের বাড়িতে থাকেন। সে বিভিন্ন বাসাবাড়িসহ যখন যে কাজ পায় সেই কাজ করতো। পুতুলের বড় ভাই রাজেন্দ্রনাথ মন্ডল চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, প্রকাশ মিস্ত্রি ও তার স্ত্রী মধ্যে পারিবারিক সমস্যা ছিল। সেই সূত্র ধরে তার পরিবারের অন‍্যসদস‍্যরা মিলে আমার বোনকে হত্যা করেছে বলে আমাদের ধারণা। তিনি বলেন, সোমবার রাতে তার বোনের মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত