Ajker Patrika

মিঠামইনে বোরো ধান রক্ষায় ৩০০ ফুট বাঁধ নির্মাণ

মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৫: ৩৫
মিঠামইনে বোরো ধান রক্ষায়  ৩০০ ফুট বাঁধ নির্মাণ

কিশোরগঞ্জের মিঠামইনে আগাম বর্ষা থেকে বোরো ধান রক্ষা করতে ৩০০ ফুট ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে চারটি হাওরের প্রবেশদ্বার লাউকান্দি বিলে এ বাঁধ নির্মাণ করা হয়। এ ছাড়া ঢাকী, বৈরাটি ও কাটখালের বিভিন্ন হাওরে ছোট ছোট বাঁধ নির্মাণ করা হয়েছে। দুই দিন ধরে নদীতে পানি কমতে শুরু করায় স্বস্তিতে মিঠামইনের কয়েক হাজার কৃষক।

গতকাল শনিবার বিকেলে কেওয়ারজোড় বাজারসংলগ্ন পশ্চিমে লাউকান্দি বিলে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ আল মামুনের পরামর্শে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করেন ইউপি চেয়ারম্যান মো. আবুল কাসেম। এ সময় স্থানীয় কৃষকেরা সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিঠামইনের কেওয়ারজোড়ের পুড়ার বন, দামাইল্লার হাওর, চারুগাই হাওর ও ট্যাকার বন হাওরের প্রায় দুই হাজার একর জমির বোরো ধান রক্ষায় এই ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এতে ফসল নষ্টের আশঙ্কা কমেছে।

গত ২ এপ্রিল থেকে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কালনী, বাউলা ও ধনু নদীতে পানি বাড়তে শুরু করে। ফলে ইটনা উপজেলার কয়েক শ হেক্টর বোরো খেত তলিয়ে যায়। এতে হাওর এলাকার কৃষকেরা আগাম বর্ষা থেকে ফসল রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্প্রতি ফসল রক্ষায় হাওর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ আল মামুন। এরপর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের ফসল রক্ষায় ছোট ছোট বাঁধ নির্মাণের পরামর্শ দেন তিনি।

ইউএনওর নির্দেশে গত বুধবার থেকে লাউকান্দি বাঁধটি নির্মাণ শুরু করে কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদ। টানা চার দিনে বাঁধটি নির্মাণ করায় স্বস্তি নেমে আসে কয়েক হাজার কৃষক পরিবারে। কৃষকেরা জানান, বাঁধ নির্মাণ ও নদীতে পানি কমতে শুরু করায় তাঁরা স্বস্তি ফিরে পান।

কেওয়ারজোড় গ্রামের কৃষক কিরণ মিয়া (৪৩) বলেন, ‘সামান্য বাঁধ আমাদের বিশাল জমির ফসল রক্ষা করবে। এই হাওরের ফসলের ওপর নির্ভর করে আমাদের সংসার ও সন্তানের পড়াশোনার খরচ। এই ফসল নষ্ট হলে আমরা বিপাকে পড়ি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পাউবোর মাধ্যমে উপজেলার সাড়ে ২৩ কিলোমিটার বাঁধ নির্মাণ গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। পরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কৃষকদের সমন্বয়ে ঢাকী, কেওয়ারজোড়, বৈরাটি, কাটখালের কয়েকটি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। ফলে আগাম বর্ষার পানি মোকাবিলা করে মিঠামইনে বোরো ফসল ঘরে ওঠানোর সব প্রস্তুতি আমাদের রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত