বান্দরবান ও আলীকদম প্রতিনিধি
বান্দরবানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। অনেকে চিকিৎসকের পরামর্শ নিলেও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের বেশির ভাগই শিশু। কয়েক দিনের হিসাবে দেখা গেছে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বান্দরবান ও আলীকদমেই বেশি আক্রান্ত। এ দুই উপজেলায় গত এক মাসে দুই শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হলেও অনেকে ইতিমধ্যে সুস্থ হয়েছে। বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে মাত্র আটজন রোগী ভর্তি আছে।
এদিকে আলীকদম উপজেলায় হঠাৎ ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। গত দেড় মাসের কম সময়ে ৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্য বাসস্টেশন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। দিনের পর দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাসস্টেশনের বাসিন্দা জিয়া উদ্দীন জুয়েল বলেন, আক্রান্ত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আলীকদম বাজারের জনসেবা প্যাথলজি থেকে রক্ত পরীক্ষা করে শনাক্ত হয়েছে। তাদের অনেকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসাইন বলেন, সদর উপজেলাসহ আশপাশের কেউ কেউ ডেঙ্গু আক্রান্ত ও জ্বর হলে হাসপাতালে ভর্তি হচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরেছে। মো. ইকবাল আরও বলেন, সদর হাসপাতালের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে আটজন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাহতাব উদ্দীন জানান, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২ জনের রক্ত পরীক্ষা করে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত দেড় মাসে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জন শনাক্ত হয়ে চট্টগ্রামসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু শনাক্ত হওয়া কেউ ভর্তি নেই।
মাহতাব উদ্দীন আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন পাড়া ও এলাকার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালের প্যাথলজিতে অভিজ্ঞ টেকনোলজিস্ট রয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা যাতে প্রথমেই সরকারি হাসপাতালেই রক্ত পরীক্ষা করান সে পরামর্শই আমার।’
সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী বলেন, বান্দরবানে কয়েক দিন ধরে অনেকে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে সিভিল সার্জন এটাকে ‘সাধারণ (ক্ল্যাসিকাল)’ ডেঙ্গু উল্লেখ করে বলেন, বান্দরবানে যারা আক্রান্ত হচ্ছে তারা ঝুঁকিপূর্ণ নয়, ‘ক্ল্যাসিকাল।’ চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে যাবে।
সিভিল সার্জন আরও বলেন, স্বাস্থ্য বিভাগে জেলার সাত উপজেলার মধ্যে বান্দরবান সদর ও আলীকদমে ডেঙ্গু আক্রান্তের খবর রয়েছে। অন্য পাঁচ উপজেলা—থানচি, রুমা, রোয়াংছড়ি, লামা ও নাইক্ষ্যংছড়িতে আক্রান্তের খবর স্বাস্থ্য বিভাগের কাছে নেই।
নীহার রঞ্জন নন্দী বলেন, বান্দরবান সদরে গত এক মাসে শতাধিক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে অল্প কিছু সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। অনেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। আলীকদমে আক্রান্ত হলেও সর্বশেষ কেউ হাসপাতালে ভর্তি নেই।
বান্দরবানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। অনেকে চিকিৎসকের পরামর্শ নিলেও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের বেশির ভাগই শিশু। কয়েক দিনের হিসাবে দেখা গেছে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বান্দরবান ও আলীকদমেই বেশি আক্রান্ত। এ দুই উপজেলায় গত এক মাসে দুই শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হলেও অনেকে ইতিমধ্যে সুস্থ হয়েছে। বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে মাত্র আটজন রোগী ভর্তি আছে।
এদিকে আলীকদম উপজেলায় হঠাৎ ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। গত দেড় মাসের কম সময়ে ৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্য বাসস্টেশন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। দিনের পর দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাসস্টেশনের বাসিন্দা জিয়া উদ্দীন জুয়েল বলেন, আক্রান্ত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আলীকদম বাজারের জনসেবা প্যাথলজি থেকে রক্ত পরীক্ষা করে শনাক্ত হয়েছে। তাদের অনেকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসাইন বলেন, সদর উপজেলাসহ আশপাশের কেউ কেউ ডেঙ্গু আক্রান্ত ও জ্বর হলে হাসপাতালে ভর্তি হচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরেছে। মো. ইকবাল আরও বলেন, সদর হাসপাতালের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে আটজন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাহতাব উদ্দীন জানান, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২ জনের রক্ত পরীক্ষা করে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত দেড় মাসে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জন শনাক্ত হয়ে চট্টগ্রামসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু শনাক্ত হওয়া কেউ ভর্তি নেই।
মাহতাব উদ্দীন আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন পাড়া ও এলাকার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালের প্যাথলজিতে অভিজ্ঞ টেকনোলজিস্ট রয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা যাতে প্রথমেই সরকারি হাসপাতালেই রক্ত পরীক্ষা করান সে পরামর্শই আমার।’
সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী বলেন, বান্দরবানে কয়েক দিন ধরে অনেকে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে সিভিল সার্জন এটাকে ‘সাধারণ (ক্ল্যাসিকাল)’ ডেঙ্গু উল্লেখ করে বলেন, বান্দরবানে যারা আক্রান্ত হচ্ছে তারা ঝুঁকিপূর্ণ নয়, ‘ক্ল্যাসিকাল।’ চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে যাবে।
সিভিল সার্জন আরও বলেন, স্বাস্থ্য বিভাগে জেলার সাত উপজেলার মধ্যে বান্দরবান সদর ও আলীকদমে ডেঙ্গু আক্রান্তের খবর রয়েছে। অন্য পাঁচ উপজেলা—থানচি, রুমা, রোয়াংছড়ি, লামা ও নাইক্ষ্যংছড়িতে আক্রান্তের খবর স্বাস্থ্য বিভাগের কাছে নেই।
নীহার রঞ্জন নন্দী বলেন, বান্দরবান সদরে গত এক মাসে শতাধিক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে অল্প কিছু সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। অনেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। আলীকদমে আক্রান্ত হলেও সর্বশেষ কেউ হাসপাতালে ভর্তি নেই।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫