Ajker Patrika

জয়িতা পুরস্কার পেলেন ১৫ নারী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ১৬
জয়িতা পুরস্কার পেলেন ১৫ নারী

সংগ্রামী ও সফল ১৫ নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাঁদের জয়িতা পুরস্কার দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

শরীয়তপুর: সংগ্রামী ও সফল পাঁচ নারীকে জয়িতা নির্বাচিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্যে বিলকিস বেগম, শিক্ষা ও চাকরিতে সাফল্যে মমতাজ বেগম, সফল জননী হিসেবে লুতফন নেছা, সমাজ উন্নয়নে শামছুর নাহার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সফল উদ্যোক্তা হিসেবে গিতা রায়কে জয়িতা নির্বাচন করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয়িতাদের উত্তরীয় পরিয়ে ও হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক পারভেজ হাসান।

লালমোহন (ভোলা) : ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় বিভিন্নভাবে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্যে শাহিনা আক্তার, শিক্ষা ও চাকিরতে সাফল্যে আকলিমা বেগম, সফল জননী হিসেবে সুরমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় কহিনূর বেগম ও সমাজ উন্নয়নে মাসুমা বেগমকে জয়িতা নির্বাচিত করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীর সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠান হয়।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে। তাঁরা হলেন-সামছুন্নাহার, খালেদা বেগম, ইয়ানুর বেগম, আরজু বেগম ও শামিমা আক্তার লাইজু। উপজেলা পরিষদের হলরুমে ভোলা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে জয়িতা সম্মাননা অনুষ্ঠান হয়।

ডামুড্যা (শরীয়তপুর) : ডামুড্যা উপজেলার ৫ জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে। তাঁরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় রাধা রানী ঘোষ, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জন করায় নুসরাত তারিন তন্বী, সফল জননী মাসুমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবনে ফেরা খালেদা, সমাজ উন্নয়নে তাহমিনা কাদের সুধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত