ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সবুজ নিজস্ব অর্থায়নে একটি রাস্তার নির্মাণকাজ শুরু করেছেন। সড়কটি উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মা ফাতেমা মাখযানুল উলুম মাদ্রাসায় যাওয়ার একমাত্র পথ। গতকাল বুধবার বেলা ১১টায় সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। জানা গেছে, ১২ ফুট প্রস্থ ও প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি ব্রিক ফ্ল্যাট সোলিং করা হবে।
কাউন্সিলর মেহেদী হাসান সবুজ বলেন, মাদ্রাসাটি মাঠের মধ্যে অবস্থিত। শিক্ষার্থীরা কাঁদা পানির মধ্য দিয়ে কষ্ট করে যাতায়াত করে। রাস্তাটি যেহেতু পৌরসভা ও চাঁদগ্রাম ইউনিয়নে অবস্থিত, সে কারণেই সরকারিভাবে করতে জটিলতা ও সময় লাগবে। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব ও যাতায়াতের সুবিধার্থে নিজ উদ্যোগেই রাস্তা নির্মাণ করে দিচ্ছি। সামনে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের যাতায়াতে আর কষ্ট করতে হবে না।
রাস্তা নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, কাউন্সিলর নিজ উদ্যোগ ও অর্থায়নে মাটি ফেলে উঁচু করে ১ কিলোমিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের ব্রিক ফ্ল্যাট সোলিং রাস্তা নির্মাণ করে দিচ্ছেন। এতে শিক্ষার্থীদের চলাচলে যে দুর্ভোগ ছিল, তা লাঘব হবে।
মাদ্রাসার ছাত্র হাফেজ মো. মাহমুদ, ফাহাদ, তৌহিদ, আনাচ বলে, বর্ষার সময় কাঁদা পানির মধ্যে দিয়ে মাদ্রাসায় আসা-যাওয়া করতে হয়। অনেক সময় পোশাক নষ্ট হয়ে যেত। এ দেখে কাউন্সিলর নিজ খরচে রাস্তা নির্মাণ করে দিচ্ছেন। রাস্তাটি হলে আর কষ্ট থাকবে না।
এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, মাদ্রাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ৪ জন শিক্ষক ও ৭০ জন ছাত্র রয়েছে। মাদ্রাসাটি মাঠের মধ্যে হওয়ার কোনো রাস্তা ছিল না। এত দিন কাঁদা পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়েছে। রাস্তাটি হলে শিক্ষক-শিক্ষার্থীরা এখন অনায়াসে চলাচল ও মাদ্রাসার মসজিদটিতে স্থানীয়রা নামাজ পড়তে পারবেন।’
উদ্বোধনের সময় রাস্তা নির্মাণ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য মারুফ আহমেদ তুষার, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সবুজ নিজস্ব অর্থায়নে একটি রাস্তার নির্মাণকাজ শুরু করেছেন। সড়কটি উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মা ফাতেমা মাখযানুল উলুম মাদ্রাসায় যাওয়ার একমাত্র পথ। গতকাল বুধবার বেলা ১১টায় সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। জানা গেছে, ১২ ফুট প্রস্থ ও প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি ব্রিক ফ্ল্যাট সোলিং করা হবে।
কাউন্সিলর মেহেদী হাসান সবুজ বলেন, মাদ্রাসাটি মাঠের মধ্যে অবস্থিত। শিক্ষার্থীরা কাঁদা পানির মধ্য দিয়ে কষ্ট করে যাতায়াত করে। রাস্তাটি যেহেতু পৌরসভা ও চাঁদগ্রাম ইউনিয়নে অবস্থিত, সে কারণেই সরকারিভাবে করতে জটিলতা ও সময় লাগবে। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব ও যাতায়াতের সুবিধার্থে নিজ উদ্যোগেই রাস্তা নির্মাণ করে দিচ্ছি। সামনে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের যাতায়াতে আর কষ্ট করতে হবে না।
রাস্তা নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, কাউন্সিলর নিজ উদ্যোগ ও অর্থায়নে মাটি ফেলে উঁচু করে ১ কিলোমিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের ব্রিক ফ্ল্যাট সোলিং রাস্তা নির্মাণ করে দিচ্ছেন। এতে শিক্ষার্থীদের চলাচলে যে দুর্ভোগ ছিল, তা লাঘব হবে।
মাদ্রাসার ছাত্র হাফেজ মো. মাহমুদ, ফাহাদ, তৌহিদ, আনাচ বলে, বর্ষার সময় কাঁদা পানির মধ্যে দিয়ে মাদ্রাসায় আসা-যাওয়া করতে হয়। অনেক সময় পোশাক নষ্ট হয়ে যেত। এ দেখে কাউন্সিলর নিজ খরচে রাস্তা নির্মাণ করে দিচ্ছেন। রাস্তাটি হলে আর কষ্ট থাকবে না।
এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, মাদ্রাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ৪ জন শিক্ষক ও ৭০ জন ছাত্র রয়েছে। মাদ্রাসাটি মাঠের মধ্যে হওয়ার কোনো রাস্তা ছিল না। এত দিন কাঁদা পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়েছে। রাস্তাটি হলে শিক্ষক-শিক্ষার্থীরা এখন অনায়াসে চলাচল ও মাদ্রাসার মসজিদটিতে স্থানীয়রা নামাজ পড়তে পারবেন।’
উদ্বোধনের সময় রাস্তা নির্মাণ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য মারুফ আহমেদ তুষার, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪