কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার পরিবারে চার দিন ধরে গ্যাস সংযোগ বন্ধ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে এসব পরিবারের মানুষ। খাবারের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তিতাসের কালিয়াকৈর চন্দ্রা জোনাল কর্তৃপক্ষ বলছে, ফেটে যাওয়া গ্যাসলাইন সংস্কারের কাজ চলছে। সমস্যা সমাধানে আর তিন-চার দিন লাগবে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ, সফিপুর, রতনপুর, মৌচাক, রাখালিয়াচালা, ভান্নারা বাজারসহ কয়েকটি এলাকার বাসাবাড়িতে গ্যাস সংযোগ নেই গত শুক্রবার থেকে। ফলে পরিবারের রান্না-বান্না নিয়ে দুর্ভোগে পড়েছেন তাঁরা। গ্যাস সংযোগ বন্ধ করলে আগে মাইকিং করা হতো, কিন্তু এবার তা না করে হঠাৎ সংযোগ বন্ধ করা হয়েছে। এতে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
পৌর এলাকার বাসিন্দা গাড়িচালক হেলাল উদ্দিন জানান, তাঁর পরিবারে সদস্য পাঁচজন। গ্যাস না থাকায় রান্না নিয়ে বিপাকে পড়েছেন। বাসার সিঁড়ির নিচে মাটির চুলা বসিয়ে রান্না করা হচ্ছে। লাকড়ি ও কেরোসিনের দাম বেশি হওয়ায় খরচও বেশি হচ্ছে।
বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত সোহেল রানা। কথা হলে তিনি বলেন, ‘গ্যাস না থাকায় হোটেল থেকে খাবার কিনে খাচ্ছি। হোটেলের খাবার খেতে বাচ্চারা অস্বস্তি বোধ করছে। কিন্তু কিছু তো করার নেই; গ্যাসলাইনের সংস্কার চলছে।’
মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রুবেল হোসেন বলেন, ‘গ্যাস-সংযোগ আছে, এমন বাড়ি ভাড়া নিয়েছিলাম। কিন্তু কয়েক দিন ধরে সংযোগ বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে আছি।’
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. হাবিবুর রহমান বলেন, ‘গ্যাস সংযোগ বন্ধ থাকায় দুদিন লাকড়ি সংগ্রহ করে রান্নার কাজ সেরেছি। কিন্তু এখন আর উপায় নেই। আরও বেশ কয়েক দিন লাগবে গ্যাসের লাইন ঠিক হতে। এখন বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনতে হবে।’
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাদ আলী বলেন, ‘গ্যাসলাইনের কাজ চলমান থাকায় চার দিন ধরে সংযোগ বন্ধ। আমার ওয়ার্ডেই ২০০টির বেশি রাইজার রয়েছে, যেগুলো বন্ধ। এখানকার অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্পকারখানায় কাজ করেন। তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের আঞ্চলিক কর্মকর্তা মামুন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাসলাইনের সমস্যার কারণে সংযোগ বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুৎ এলাকার একটি ড্রেনের নিচে গ্যাসের লাইন লিকেজ হয়েছে। সেটি মেরামতে কাজ চলছে। তিন-চার দিনের মধ্যেই এর সমাধান হবে আশা করছি।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার পরিবারে চার দিন ধরে গ্যাস সংযোগ বন্ধ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে এসব পরিবারের মানুষ। খাবারের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তিতাসের কালিয়াকৈর চন্দ্রা জোনাল কর্তৃপক্ষ বলছে, ফেটে যাওয়া গ্যাসলাইন সংস্কারের কাজ চলছে। সমস্যা সমাধানে আর তিন-চার দিন লাগবে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ, সফিপুর, রতনপুর, মৌচাক, রাখালিয়াচালা, ভান্নারা বাজারসহ কয়েকটি এলাকার বাসাবাড়িতে গ্যাস সংযোগ নেই গত শুক্রবার থেকে। ফলে পরিবারের রান্না-বান্না নিয়ে দুর্ভোগে পড়েছেন তাঁরা। গ্যাস সংযোগ বন্ধ করলে আগে মাইকিং করা হতো, কিন্তু এবার তা না করে হঠাৎ সংযোগ বন্ধ করা হয়েছে। এতে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
পৌর এলাকার বাসিন্দা গাড়িচালক হেলাল উদ্দিন জানান, তাঁর পরিবারে সদস্য পাঁচজন। গ্যাস না থাকায় রান্না নিয়ে বিপাকে পড়েছেন। বাসার সিঁড়ির নিচে মাটির চুলা বসিয়ে রান্না করা হচ্ছে। লাকড়ি ও কেরোসিনের দাম বেশি হওয়ায় খরচও বেশি হচ্ছে।
বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত সোহেল রানা। কথা হলে তিনি বলেন, ‘গ্যাস না থাকায় হোটেল থেকে খাবার কিনে খাচ্ছি। হোটেলের খাবার খেতে বাচ্চারা অস্বস্তি বোধ করছে। কিন্তু কিছু তো করার নেই; গ্যাসলাইনের সংস্কার চলছে।’
মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রুবেল হোসেন বলেন, ‘গ্যাস-সংযোগ আছে, এমন বাড়ি ভাড়া নিয়েছিলাম। কিন্তু কয়েক দিন ধরে সংযোগ বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে আছি।’
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. হাবিবুর রহমান বলেন, ‘গ্যাস সংযোগ বন্ধ থাকায় দুদিন লাকড়ি সংগ্রহ করে রান্নার কাজ সেরেছি। কিন্তু এখন আর উপায় নেই। আরও বেশ কয়েক দিন লাগবে গ্যাসের লাইন ঠিক হতে। এখন বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনতে হবে।’
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাদ আলী বলেন, ‘গ্যাসলাইনের কাজ চলমান থাকায় চার দিন ধরে সংযোগ বন্ধ। আমার ওয়ার্ডেই ২০০টির বেশি রাইজার রয়েছে, যেগুলো বন্ধ। এখানকার অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্পকারখানায় কাজ করেন। তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের আঞ্চলিক কর্মকর্তা মামুন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাসলাইনের সমস্যার কারণে সংযোগ বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুৎ এলাকার একটি ড্রেনের নিচে গ্যাসের লাইন লিকেজ হয়েছে। সেটি মেরামতে কাজ চলছে। তিন-চার দিনের মধ্যেই এর সমাধান হবে আশা করছি।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
২ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪