নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখন হেমন্ত। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। বাজারে উঠেছে নতুন আমন ধান। এতে ধানের দাম কমতির দিকে। কিন্তু উল্টো রথে চলছে চালের বাজার।
খুচরা বাজারে চালের দাম তো কমেইনি, উল্টো কোথাও কোথাও বেড়েছে।
দেশের চালের মোকামগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, চলতি আমন মৌসুমের শুরুতে প্রতি মণ স্বর্ণা-৫ ধানের দাম ছিল ১ হাজার ৩০০ টাকা। বর্তমানে দাম কমে ১ হাজার ২৩০ থেকে ১ হাজার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি এক টাকা বেড়েছে। আগে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ৪৬-৫২ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছে ৪৬-৫৩ টাকায়। তবে অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে।
ভোক্তা পর্যায়ে চালের বাজার কেমন, তা জানতে গতকাল খোঁজ নেওয়া হয় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় মেসার্স মদিনা রাইস এজেন্সিতে। সেখানকার ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, চালের দাম বাড়তির দিকে।
খুচরা বাজারের ব্যবসায়ীরা চালের দাম বাড়তি বলে জানালেও পাইকারি পর্যায়ে দাম কমছে বলে দাবি করেছেন আড়তদারেরা। নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা বলেন, বাজারে চালের ক্রেতা কমে গেছে। আগে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হতো ৪৮ টাকায়। বর্তমানে তা ৪৬ টাকায় নেমেছে। তারপরও ক্রেতারা চাল কিনছেন না। এ অবস্থায় দাম আরও দুই টাকা কমাতে হবে।
তবে চালের দাম কমেছে এমনটা মানতে নারাজ কারওয়ান বাজারের মেসার্স হাজি ইসমাইল অ্যান্ড সন্সের ব্যবসায়ী জসিম উদ্দিন। তিনি বলেন, চালের দাম কমছে, কথাটা সঠিক না। গত ৮-৯ দিনের ব্যবধানে কেজিপ্রতি দুই টাকা পর্যন্ত বেড়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি গুদামে চাল মজুত আছে ১৩ লাখ ৬৩ হাজার ৬৯৩ টন। এ অবস্থায় চাল ও গম আমদানির জন্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বর্তমানে কম্বোডিয়ায় রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে সারা বছরে মোট চালের চাহিদা ৩ কোটি ৬০ লাখ টন। ২০২০-২১ অর্থবছরে দেশে চাল উৎপাদিত হয় ৩ কোটি ৭৬ লাখ টন।
আর ২০২১-২২ অর্থবছরে দেশে মোট চাল আমদানি হয় ১০ লাখ ৬৭ হাজার টন।
এখন হেমন্ত। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। বাজারে উঠেছে নতুন আমন ধান। এতে ধানের দাম কমতির দিকে। কিন্তু উল্টো রথে চলছে চালের বাজার।
খুচরা বাজারে চালের দাম তো কমেইনি, উল্টো কোথাও কোথাও বেড়েছে।
দেশের চালের মোকামগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, চলতি আমন মৌসুমের শুরুতে প্রতি মণ স্বর্ণা-৫ ধানের দাম ছিল ১ হাজার ৩০০ টাকা। বর্তমানে দাম কমে ১ হাজার ২৩০ থেকে ১ হাজার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি এক টাকা বেড়েছে। আগে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ৪৬-৫২ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছে ৪৬-৫৩ টাকায়। তবে অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে।
ভোক্তা পর্যায়ে চালের বাজার কেমন, তা জানতে গতকাল খোঁজ নেওয়া হয় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় মেসার্স মদিনা রাইস এজেন্সিতে। সেখানকার ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, চালের দাম বাড়তির দিকে।
খুচরা বাজারের ব্যবসায়ীরা চালের দাম বাড়তি বলে জানালেও পাইকারি পর্যায়ে দাম কমছে বলে দাবি করেছেন আড়তদারেরা। নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা বলেন, বাজারে চালের ক্রেতা কমে গেছে। আগে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হতো ৪৮ টাকায়। বর্তমানে তা ৪৬ টাকায় নেমেছে। তারপরও ক্রেতারা চাল কিনছেন না। এ অবস্থায় দাম আরও দুই টাকা কমাতে হবে।
তবে চালের দাম কমেছে এমনটা মানতে নারাজ কারওয়ান বাজারের মেসার্স হাজি ইসমাইল অ্যান্ড সন্সের ব্যবসায়ী জসিম উদ্দিন। তিনি বলেন, চালের দাম কমছে, কথাটা সঠিক না। গত ৮-৯ দিনের ব্যবধানে কেজিপ্রতি দুই টাকা পর্যন্ত বেড়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি গুদামে চাল মজুত আছে ১৩ লাখ ৬৩ হাজার ৬৯৩ টন। এ অবস্থায় চাল ও গম আমদানির জন্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বর্তমানে কম্বোডিয়ায় রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে সারা বছরে মোট চালের চাহিদা ৩ কোটি ৬০ লাখ টন। ২০২০-২১ অর্থবছরে দেশে চাল উৎপাদিত হয় ৩ কোটি ৭৬ লাখ টন।
আর ২০২১-২২ অর্থবছরে দেশে মোট চাল আমদানি হয় ১০ লাখ ৬৭ হাজার টন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪