নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখন হেমন্ত। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। বাজারে উঠেছে নতুন আমন ধান। এতে ধানের দাম কমতির দিকে। কিন্তু উল্টো রথে চলছে চালের বাজার।
খুচরা বাজারে চালের দাম তো কমেইনি, উল্টো কোথাও কোথাও বেড়েছে।
দেশের চালের মোকামগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, চলতি আমন মৌসুমের শুরুতে প্রতি মণ স্বর্ণা-৫ ধানের দাম ছিল ১ হাজার ৩০০ টাকা। বর্তমানে দাম কমে ১ হাজার ২৩০ থেকে ১ হাজার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি এক টাকা বেড়েছে। আগে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ৪৬-৫২ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছে ৪৬-৫৩ টাকায়। তবে অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে।
ভোক্তা পর্যায়ে চালের বাজার কেমন, তা জানতে গতকাল খোঁজ নেওয়া হয় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় মেসার্স মদিনা রাইস এজেন্সিতে। সেখানকার ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, চালের দাম বাড়তির দিকে।
খুচরা বাজারের ব্যবসায়ীরা চালের দাম বাড়তি বলে জানালেও পাইকারি পর্যায়ে দাম কমছে বলে দাবি করেছেন আড়তদারেরা। নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা বলেন, বাজারে চালের ক্রেতা কমে গেছে। আগে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হতো ৪৮ টাকায়। বর্তমানে তা ৪৬ টাকায় নেমেছে। তারপরও ক্রেতারা চাল কিনছেন না। এ অবস্থায় দাম আরও দুই টাকা কমাতে হবে।
তবে চালের দাম কমেছে এমনটা মানতে নারাজ কারওয়ান বাজারের মেসার্স হাজি ইসমাইল অ্যান্ড সন্সের ব্যবসায়ী জসিম উদ্দিন। তিনি বলেন, চালের দাম কমছে, কথাটা সঠিক না। গত ৮-৯ দিনের ব্যবধানে কেজিপ্রতি দুই টাকা পর্যন্ত বেড়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি গুদামে চাল মজুত আছে ১৩ লাখ ৬৩ হাজার ৬৯৩ টন। এ অবস্থায় চাল ও গম আমদানির জন্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বর্তমানে কম্বোডিয়ায় রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে সারা বছরে মোট চালের চাহিদা ৩ কোটি ৬০ লাখ টন। ২০২০-২১ অর্থবছরে দেশে চাল উৎপাদিত হয় ৩ কোটি ৭৬ লাখ টন।
আর ২০২১-২২ অর্থবছরে দেশে মোট চাল আমদানি হয় ১০ লাখ ৬৭ হাজার টন।
এখন হেমন্ত। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। বাজারে উঠেছে নতুন আমন ধান। এতে ধানের দাম কমতির দিকে। কিন্তু উল্টো রথে চলছে চালের বাজার।
খুচরা বাজারে চালের দাম তো কমেইনি, উল্টো কোথাও কোথাও বেড়েছে।
দেশের চালের মোকামগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, চলতি আমন মৌসুমের শুরুতে প্রতি মণ স্বর্ণা-৫ ধানের দাম ছিল ১ হাজার ৩০০ টাকা। বর্তমানে দাম কমে ১ হাজার ২৩০ থেকে ১ হাজার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি এক টাকা বেড়েছে। আগে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ৪৬-৫২ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছে ৪৬-৫৩ টাকায়। তবে অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে।
ভোক্তা পর্যায়ে চালের বাজার কেমন, তা জানতে গতকাল খোঁজ নেওয়া হয় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় মেসার্স মদিনা রাইস এজেন্সিতে। সেখানকার ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, চালের দাম বাড়তির দিকে।
খুচরা বাজারের ব্যবসায়ীরা চালের দাম বাড়তি বলে জানালেও পাইকারি পর্যায়ে দাম কমছে বলে দাবি করেছেন আড়তদারেরা। নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা বলেন, বাজারে চালের ক্রেতা কমে গেছে। আগে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হতো ৪৮ টাকায়। বর্তমানে তা ৪৬ টাকায় নেমেছে। তারপরও ক্রেতারা চাল কিনছেন না। এ অবস্থায় দাম আরও দুই টাকা কমাতে হবে।
তবে চালের দাম কমেছে এমনটা মানতে নারাজ কারওয়ান বাজারের মেসার্স হাজি ইসমাইল অ্যান্ড সন্সের ব্যবসায়ী জসিম উদ্দিন। তিনি বলেন, চালের দাম কমছে, কথাটা সঠিক না। গত ৮-৯ দিনের ব্যবধানে কেজিপ্রতি দুই টাকা পর্যন্ত বেড়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি গুদামে চাল মজুত আছে ১৩ লাখ ৬৩ হাজার ৬৯৩ টন। এ অবস্থায় চাল ও গম আমদানির জন্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বর্তমানে কম্বোডিয়ায় রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে সারা বছরে মোট চালের চাহিদা ৩ কোটি ৬০ লাখ টন। ২০২০-২১ অর্থবছরে দেশে চাল উৎপাদিত হয় ৩ কোটি ৭৬ লাখ টন।
আর ২০২১-২২ অর্থবছরে দেশে মোট চাল আমদানি হয় ১০ লাখ ৬৭ হাজার টন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫