Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বাঁধন, প্রশংসিত ‘মশারি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪: ১৮
Thumbnail image

আজমেরী হক বাঁধন এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সেখানে বসেছে ‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল’, অংশ নিয়েছে বাংলাদেশের দুটি সিনেমা। এর মধ্যে আছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ও নুহাশ হুমায়ূনের ‘মশারি’। সিনেমা দুটির জন্য এর কলাকুশলীরা এখন টেক্সাসে অবস্থান করছেন। উৎসবে মশারি সিনেমাটি দেখে মুগ্ধ হলেন রেহানা মরিয়ম নূর সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রশংসা করেছেন উপস্থিত দর্শক। বাঁধনের মতে, বাংলাদেশি হরর সিনেমার মধ্যে সেরা কাজ এটি।

বাঁধন টেক্সাসে গিয়েছেন ১৪ এপ্রিল। ফ্লাইট দেরি হওয়ায় কিছুটা সময় পরে পৌঁছান তিনি। যাওয়ার পরই জানতে পারেন নুহাশের মশারি সিনেমাটি দেখানো হবে। ক্লান্ত শরীর নিয়েই বসে গেলেন সিনেমা দেখতে। বাঁধন বলেছেন, ‘আমি ক্লান্ত ছিলাম, দুচোখজুড়ে ঘুম নেমে আসছিল। নুহাশের সিনেমাটা শুরু হতেই ঘুম উধাও। দেখতে দেখতে হঠাৎ চিৎকার করে উঠি। আমাদের দেশে হরর সিনেমা দুর্ভাগ্যবশত কৌতুক হয়ে যায়। অথচ আমি মুগ্ধ হয়ে নুহাশের কাজ দেখলাম।’

‘মশারি’ নিয়ে বাঁধন বলেন, ‘নুহাশের স্টোরি টেলিংটা অসাধারণ লেগেছে। ভালো লেগেছ সুনেরাহ ও শিশুশিল্পী অনোরার অভিনয়। এতটুকু একটি বাচ্চা এত দারুণ ডেলিভারি করতে পারে, তা অবিশ্বাস্য! ওর বয়সে আমি ঠিকমতো কথাই বলতে পারতাম না। অনেক দর্শক ছিল, সবাই মশারি সিনেমা নিয়ে আলোচনা করছিল। হলভর্তি দর্শক সিনেমাটি দেখে তালি দিয়েছে।’

গতকাল উৎসবে দেখানো হয় রেহানা মরিয়ম নূর। আয়োজনে সবচেয়ে বেশি টিকিট বিক্রিও হয়েছে এই সিনেমাটির। বাঁধন বলেন, ‘অনেক বাঙালি এই উৎসবে এসেছেন। তাঁরা বলেছেন, বাংলাদেশের সিনেমাগুলো এভাবে দেখতে পারলে ভালো লাগে তাঁদের। তাঁরা প্রায় সবাই, পয়লা বৈশাখের সাজে এসেছিলেন।’

মশারি স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি অনোরা। সে অভিনেত্রী শীলার মেয়ে। অনোরার সঙ্গে অপর একটি চরিত্রে আছেন ‘ন ডরাই’-খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত