Ajker Patrika

নারীপ্রধান গল্পে গুরুত্ব দিচ্ছেন মেহজাবীন

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৮: ৫১
নারীপ্রধান গল্পে গুরুত্ব দিচ্ছেন মেহজাবীন

ঈদে খুব বেশি কাজ করেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আগে থেকেই পরিকল্পনা ছিল, কাজ একটু কম করবেন। রমজানের ঈদের পর দেশ-বিদেশ ঘুরেছেন। দেশে ফেরার পর হাতে তেমন সময়ও ছিল না। যেটুকু সময় পেয়েছেন এর মধ্যেই পরিকল্পনা অনুযায়ী বেছে বেছে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে আলোচিত হয়েছে ‘অ্যাম্বুলেন্স গার্ল’, ‘ব্যবধান’, ‘ভয়েজ ক্লিপ’, ‘বিভ্রান্তি’, ‘অন্ধ প্রেম’ ও ‘হারানো বিজ্ঞপ্তি’ নাটকগুলো।

ঈদের পেরিয়ে গেছে ১৫ দিন। এখনো নতুন নাটকের শুটিংয়ে ফেরেননি মেহজাবীন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে তাঁর কাছে এসেছে একাধিক নাটকের স্ক্রিপ্ট। মেহজাবীন বলেন, ‘ঈদে প্রচারিত নিজের ও অন্যদের কাজগুলোও দেখছি। ভালো গল্পের প্রতি এখনো দর্শকের ভালোলাগা আছে। কবে নাগাদ কার নাটকের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরব, তা এখনো নিশ্চিত নই। তবে ভালো গল্প পেলেই কাজ শুরু করব।’ঈদে প্রচারিত মেহজাবীনের নাটকগুলো বেশিরভাগই ছিল নারীপ্রধান। সেগুলো প্রশংসিতও হয়েছে। মেহজাবীন বলেন, ‘ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান গল্পে কাজের সংখ্যা বাড়ছে, এটা অনেক বড় পাওয়া। তাতে আমাদের মেয়েরা ভালো গল্পে কাজ করার সুযোগ পাবেন, নিজেদের প্রতিভাকে আরও বিকশিত করার সুযোগ পাবেন, এটা খুবই ভালো। তা ছাড়া, এই ধরনের গল্পকে দর্শকরা যদি আরেকটু সাপোর্ট দেন, তাহলে আরও বেশি বেশি কাজ হবে। প্রযোজকরাও এ ধরনের কাজ করতে বেশি আগ্রহী হবেন। আমি চাই, এ ধরনের গল্পে কাজের সংখ্যা আরও বাড়ুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

এলাকার খবর
Loading...