ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কেউ মাটির কাজ, কেউ আবার বন-খড় ও দড়ি দিয়ে কাঠামো তৈরি করছেন। অনেকে আবার রংতুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন প্রতিমা। দুর্গাপূজা সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও নির্দিষ্ট সময়ের আগেই প্রতিমা হস্তান্তর করতে পারবেন বলে জানান কারিগরেরা।
এ বছর ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় প্রায় ৬০০ পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে নাসিরনগর উপজেলায় মণ্ডপের সংখ্যা বেশি।
প্রতিমা কারিগর রবীন্দ্র পাল বলেন, ‘করোনার কারণে গত দুই বছর তেমন অর্ডার মেলেনি। তবে এবার প্রতিমা তৈরির কাজ বাড়ার পাশাপাশি উপকরণের দাম বেড়ে গেছে। শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।’
প্রতিমা কারিগর দিজেন্দ্র পাল বলেন, ‘খড়, বাঁশসহ সবকিছুর দাম বেড়েছে কয়েক গুণ। আগে যে বাঁশ ২ থেকে ২৫০ টাকায় বিক্রি হতো, তা সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিমণ খড় ৩০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে প্রতিমা তৈরিতে খরচ অনেকটাই বেড়ে গেছে।’
প্রবীণ কারিগর সুরঙ্গ পাল বলেন, ‘৫০ বছর ধরে প্রতিমা তৈরি করছি। বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির কাজ কিছুটা ব্যাহত হলেও ষষ্ঠীপূজার আগেই প্রতিমা হস্তান্তর করা হবে।’
জেলা পূজা উদ্যাপন কমিটি সহসভাপতি প্রণব কুমার দাস জানান, সারা বিশ্বের অর্থনৈতিক সংকটের বিষয়টি মাথায় রেখেই সরকারি নির্দেশনা মেনে মণ্ডপগুলোতে এবার পূজা অনুষ্ঠিত হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, মণ্ডপগুলোর নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম সাংবাদিকদের জানান, জেলার সব পূজামণ্ডপ সিসি ক্যামেরায় আওতায় থাকবে।
কেউ মাটির কাজ, কেউ আবার বন-খড় ও দড়ি দিয়ে কাঠামো তৈরি করছেন। অনেকে আবার রংতুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন প্রতিমা। দুর্গাপূজা সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও নির্দিষ্ট সময়ের আগেই প্রতিমা হস্তান্তর করতে পারবেন বলে জানান কারিগরেরা।
এ বছর ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় প্রায় ৬০০ পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে নাসিরনগর উপজেলায় মণ্ডপের সংখ্যা বেশি।
প্রতিমা কারিগর রবীন্দ্র পাল বলেন, ‘করোনার কারণে গত দুই বছর তেমন অর্ডার মেলেনি। তবে এবার প্রতিমা তৈরির কাজ বাড়ার পাশাপাশি উপকরণের দাম বেড়ে গেছে। শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।’
প্রতিমা কারিগর দিজেন্দ্র পাল বলেন, ‘খড়, বাঁশসহ সবকিছুর দাম বেড়েছে কয়েক গুণ। আগে যে বাঁশ ২ থেকে ২৫০ টাকায় বিক্রি হতো, তা সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিমণ খড় ৩০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে প্রতিমা তৈরিতে খরচ অনেকটাই বেড়ে গেছে।’
প্রবীণ কারিগর সুরঙ্গ পাল বলেন, ‘৫০ বছর ধরে প্রতিমা তৈরি করছি। বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির কাজ কিছুটা ব্যাহত হলেও ষষ্ঠীপূজার আগেই প্রতিমা হস্তান্তর করা হবে।’
জেলা পূজা উদ্যাপন কমিটি সহসভাপতি প্রণব কুমার দাস জানান, সারা বিশ্বের অর্থনৈতিক সংকটের বিষয়টি মাথায় রেখেই সরকারি নির্দেশনা মেনে মণ্ডপগুলোতে এবার পূজা অনুষ্ঠিত হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, মণ্ডপগুলোর নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম সাংবাদিকদের জানান, জেলার সব পূজামণ্ডপ সিসি ক্যামেরায় আওতায় থাকবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫