আফগানিস্তান ম্যাচের আগে বেশ চাপে ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের সেই ম্যাচ জিতে চাপমুক্ত মিরাজ-শান্ত-সাকিবরা। ‘হারলেই বিদায়’-এর সেই চাপ এখন আফগানদের কাঁধে। আজ লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে তারা। এই ম্যাচে শুধু জিতলেই হবে না, সুপার ফোরে উঠতে জিততে হবে বড় ব্যবধানে।
সেই বড় ব্যবধানটা কত? আগে ব্যাট করে আফগানরা যদি ২৭৫ রান তোলে, তাহলে কমপক্ষে ৬৮ রানের ব্যবধানে জিততে হবে তাদের। আর পরে ব্যাট করলে শ্রীলঙ্কা যতই রান তুলুক না কেন, সেটি আফগানিস্তানকে তাড়া করতে হবে ৩৫ কিংবা তারচেয়ে কম ওভারের মধ্যে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনই এক হিসাব দেওয়া হয়েছে।
তাই বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন আফগানরা। আর সুপার ফোরে যেতে প্রতিপক্ষ শ্রীলঙ্কার দরকার শুধু জয়। আগেই এক ম্যাচ জেতায় আফগানদের হারালে তাদের পয়েন্ট হবে ৪; গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডের উঠে যাবে শ্রীলঙ্কা। যারা ওয়ানডেতে টানা ১১ ম্যাচে অপরাজিত।
লঙ্কান প্রিমিয়ার লিগে লঙ্কান ব্যাটাররা কঠিন উইকেটে খেলে এলেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রান-প্রসবা উইকেটই পাচ্ছে তারা। দিবারাত্রির ম্যাচে টসও বড় একটা ভূমিকা রাখবে। লাহোরেই আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, গরমের মধ্যে ৫০ ওভার ফিল্ডিং করার পর আফগানদের জন্য ব্যাট করাটা সহজ ছিল না।
ওয়ানডেতে টানা ১১ ম্যাচে জয় পেলেও আফগানদের বিপক্ষে শেষ ৫ ম্যাচে শ্রীলঙ্কার জয় কিন্তু ৩টি। অর্থাৎ দুই দলের জয়ের ৩-২ রেকর্ড তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়েরই কথা বলে। আর চলতি এশিয়া কাপে লঙ্কানরা খেলেছে তাদের নিয়মিত বোলারদের ছাড়াই। চোট ও করোনারা কারণে দুশমন্থ চামিরা, দিলশান মাধুশষ্কা, লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেই লঙ্কান দলে। আজকের ম্যাচে তাদের অনুপস্থিতি টুর্নামেন্টে টিকে থাকতে মরিয়া আফগানরা কীভাবে কাজে লাগায় এটাই দেখার।
ব্যাটিং-বান্ধব লাহোরের উইকেটে হারহামেশাই ৩০০ রান ওঠে। বড় কোনো ঝামেলা ছাড়াই শেষ ম্যাচে বাংলাদেশও এখানে ৩৩৪ তুলেছে। ম্যাচের দিন আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকবে। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের দিন ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আফগানিস্তান ম্যাচের আগে বেশ চাপে ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের সেই ম্যাচ জিতে চাপমুক্ত মিরাজ-শান্ত-সাকিবরা। ‘হারলেই বিদায়’-এর সেই চাপ এখন আফগানদের কাঁধে। আজ লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে তারা। এই ম্যাচে শুধু জিতলেই হবে না, সুপার ফোরে উঠতে জিততে হবে বড় ব্যবধানে।
সেই বড় ব্যবধানটা কত? আগে ব্যাট করে আফগানরা যদি ২৭৫ রান তোলে, তাহলে কমপক্ষে ৬৮ রানের ব্যবধানে জিততে হবে তাদের। আর পরে ব্যাট করলে শ্রীলঙ্কা যতই রান তুলুক না কেন, সেটি আফগানিস্তানকে তাড়া করতে হবে ৩৫ কিংবা তারচেয়ে কম ওভারের মধ্যে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনই এক হিসাব দেওয়া হয়েছে।
তাই বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন আফগানরা। আর সুপার ফোরে যেতে প্রতিপক্ষ শ্রীলঙ্কার দরকার শুধু জয়। আগেই এক ম্যাচ জেতায় আফগানদের হারালে তাদের পয়েন্ট হবে ৪; গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডের উঠে যাবে শ্রীলঙ্কা। যারা ওয়ানডেতে টানা ১১ ম্যাচে অপরাজিত।
লঙ্কান প্রিমিয়ার লিগে লঙ্কান ব্যাটাররা কঠিন উইকেটে খেলে এলেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রান-প্রসবা উইকেটই পাচ্ছে তারা। দিবারাত্রির ম্যাচে টসও বড় একটা ভূমিকা রাখবে। লাহোরেই আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, গরমের মধ্যে ৫০ ওভার ফিল্ডিং করার পর আফগানদের জন্য ব্যাট করাটা সহজ ছিল না।
ওয়ানডেতে টানা ১১ ম্যাচে জয় পেলেও আফগানদের বিপক্ষে শেষ ৫ ম্যাচে শ্রীলঙ্কার জয় কিন্তু ৩টি। অর্থাৎ দুই দলের জয়ের ৩-২ রেকর্ড তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়েরই কথা বলে। আর চলতি এশিয়া কাপে লঙ্কানরা খেলেছে তাদের নিয়মিত বোলারদের ছাড়াই। চোট ও করোনারা কারণে দুশমন্থ চামিরা, দিলশান মাধুশষ্কা, লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেই লঙ্কান দলে। আজকের ম্যাচে তাদের অনুপস্থিতি টুর্নামেন্টে টিকে থাকতে মরিয়া আফগানরা কীভাবে কাজে লাগায় এটাই দেখার।
ব্যাটিং-বান্ধব লাহোরের উইকেটে হারহামেশাই ৩০০ রান ওঠে। বড় কোনো ঝামেলা ছাড়াই শেষ ম্যাচে বাংলাদেশও এখানে ৩৩৪ তুলেছে। ম্যাচের দিন আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকবে। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের দিন ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪