তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে কাস্তা থেকে ধাপের ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার সরকারি খাল অবৈধভাবে দখল করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে। এতে পানিপ্রবাহ বন্ধ হয়ে চার গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২ হাজার হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে ওই চার গ্রামের কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রাম থেকে উত্তর মথুরাপুর গ্রামের ধাপের ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার খালটি ১৯৮০ সালে সরকারিভাবে খনন করা হয়। এরপর দুইবার খালটি পুনরায় খনন করে পানিপ্রবাহ সচল রাখা হয়।
সম্প্রতি উত্তর মথুরাপুর গ্রামের দুই ভাই তালিম উদ্দিন ও আব্দুল আলিম মাস্টার তাঁদের বাড়ির পূর্ব পাশ দিয়ে বয়ে চলা খালটির বেশ কিছু অংশ দখল করে পুকুর খনন করেন।
এ কারণে কাস্তা, বেত্রাসেন, ওয়াশীন ও উত্তর মথুরাপুর গ্রামের ফসলি মাঠের পানিপ্রবাহের পথ প্রায় স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ওই চার গ্রামের ফসলি মাঠের প্রায় ২ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক কৃষক জানিয়েছেন, ওই চার গ্রামের ফসলি মাঠ থেকে পানি নিষ্কাশন না হলে আগামী বোরো আবাদ হুমকির মুখে পড়বে। আর চার গ্রামের দুই ও তিন ফসলি প্রায় ২ হাজার হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, ‘সরকারি খাল দখল করে পুকুর খনন করায় ওইসব ফসলি মাঠের জমিতে হাঁটুপানি জমে আছে। ফলে আমরা জমিগুলোতে আর কোনোভাবেই আমন ধানের আবাদ করতে পারব না।’
অবৈধভাবে খাল দখলদারদের উচ্ছেদসহ খালের পানিপ্রবাহের পথ নিশ্চিত করে তাঁদের শত হেক্টর ফসলি জমি চাষযোগ্য করার দাবি জানান কাস্তা-বেত্রাসিন গ্রামের কৃষক ইউনুছ আলী, ইসমাইল হোসেন, গোলাপ হোসেন, বাচ্চু সরকারসহ একাধিক কৃষক।
জানতে চাইলে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুনন্নার লুনা বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় ওই ফসলি মাঠগুলোর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম এ আজকের পত্রিকাকে বলেন, জলাবদ্ধতা দূর করতে খুব দ্রুতই ওই খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।
সিরাজগঞ্জের তাড়াশে কাস্তা থেকে ধাপের ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার সরকারি খাল অবৈধভাবে দখল করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে। এতে পানিপ্রবাহ বন্ধ হয়ে চার গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২ হাজার হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে ওই চার গ্রামের কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রাম থেকে উত্তর মথুরাপুর গ্রামের ধাপের ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার খালটি ১৯৮০ সালে সরকারিভাবে খনন করা হয়। এরপর দুইবার খালটি পুনরায় খনন করে পানিপ্রবাহ সচল রাখা হয়।
সম্প্রতি উত্তর মথুরাপুর গ্রামের দুই ভাই তালিম উদ্দিন ও আব্দুল আলিম মাস্টার তাঁদের বাড়ির পূর্ব পাশ দিয়ে বয়ে চলা খালটির বেশ কিছু অংশ দখল করে পুকুর খনন করেন।
এ কারণে কাস্তা, বেত্রাসেন, ওয়াশীন ও উত্তর মথুরাপুর গ্রামের ফসলি মাঠের পানিপ্রবাহের পথ প্রায় স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ওই চার গ্রামের ফসলি মাঠের প্রায় ২ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক কৃষক জানিয়েছেন, ওই চার গ্রামের ফসলি মাঠ থেকে পানি নিষ্কাশন না হলে আগামী বোরো আবাদ হুমকির মুখে পড়বে। আর চার গ্রামের দুই ও তিন ফসলি প্রায় ২ হাজার হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, ‘সরকারি খাল দখল করে পুকুর খনন করায় ওইসব ফসলি মাঠের জমিতে হাঁটুপানি জমে আছে। ফলে আমরা জমিগুলোতে আর কোনোভাবেই আমন ধানের আবাদ করতে পারব না।’
অবৈধভাবে খাল দখলদারদের উচ্ছেদসহ খালের পানিপ্রবাহের পথ নিশ্চিত করে তাঁদের শত হেক্টর ফসলি জমি চাষযোগ্য করার দাবি জানান কাস্তা-বেত্রাসিন গ্রামের কৃষক ইউনুছ আলী, ইসমাইল হোসেন, গোলাপ হোসেন, বাচ্চু সরকারসহ একাধিক কৃষক।
জানতে চাইলে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুনন্নার লুনা বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় ওই ফসলি মাঠগুলোর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম এ আজকের পত্রিকাকে বলেন, জলাবদ্ধতা দূর করতে খুব দ্রুতই ওই খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪