Ajker Patrika

চোখ ওঠা রোগের প্রকোপ হাসপাতালে নেই ডাক্তার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৫: ৪২
চোখ ওঠা রোগের প্রকোপ হাসপাতালে নেই ডাক্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় চোখ ওঠা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষুচিকিৎসক না থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।

উপজেলার ফয়জুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহাম্মদ বলেন, প্রতিটি ক্লাসে পাঁচ-ছয়জন শিক্ষার্থী চোখ ওঠা ভাইরাসে আক্রান্ত। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় অভিভাবকদের ডেকে আক্রান্ত শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।

শহরের প্রতিভা মডেল একাডেমির প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ বলেন, ক্লাসে প্রতিদিন চোখ ওঠা শিক্ষার্থী পাওয়া যাচ্ছে। তাদের পরামর্শ দিয়ে বাড়িতে থাকতে বলা হচ্ছে।

শহরের বাসিন্দা সুপ্রিয়া ফেরদৌসী বলেন, ‘বাড়ির পাশে এক শিশু আক্রান্ত হয়। পরে আমার মেয়ে ও আমি আক্রান্ত হই। এরপর মেয়ের বাবাও আক্রান্ত হয়। শহরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে মেয়ে ও আমি চিকিৎসা নিয়েছি।’

জুনিয়াদহ গ্রামের ব্যবসায়ী আজিজুল হোসেন বলেন, ‘আমার পরিবারের শিশুসহ সবাই চোখ ওঠা ভাইরাসে আক্রান্ত। তাদের প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখিয়েছি।’

জানা গেছে, উপজেলাজুড়ে চোখ ওঠা রোগ ছড়িয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে জেলা শহর বা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিচ্ছে। তবে অসচ্ছল ও গরিব মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন বলেন, উপজেলার প্রায় সর্বত্র চোখ ওঠা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগের লক্ষণ হলো, চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা, খচখচ করা বা অস্বস্তি ও চুলকানি হবে। তবে চিকিৎসা নিলে পাঁচ-সাত দিনের মধ্যে এটি ভালো হয়ে যায়। রোগটি ছোঁয়াচে। পরিবারের একজনের হলে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। ডা. নুরুল আমিন বলেন, ‘দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের চিকিৎসক নেই। তবে আমরা চোখ ওঠা রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত