Ajker Patrika

২০ লাখ টাকার লোভে হারালেন ৩১ হাজার

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ০৭
২০ লাখ টাকার লোভে হারালেন ৩১ হাজার

বটিয়াঘাটার এক কলেজছাত্রী বিকাশ প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী বিকাশ প্রতারক চক্রের ফাঁদে পড়ে ৩১ হাজার টাকা হারিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাশ প্রতারক চক্রের এক সদস্য মেয়েটিকে জানান, তাঁর বিকাশ অ্যাকাউন্টটি ২০ লাখ টাকা উপহার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে। কিন্তু এ টাকা পাওয়ার জন্য তাঁকে নিজের বিকাশ অ্যাকাউন্টে প্রথমে ২০ হাজার ৮০০ টাকা ঢোকাতে হবে। পরে আলাদা আরেকটি নম্বরে আরও ১০ হাজার ২০০ টাকা দিতে হবে। প্রতারক চক্রের কথা অনুযায়ী মেয়েটি স্থানীয় এক দোকান থেকে পর্যায়ক্রমে ওই পরিমাণ টাকা নিজের বিকাশ অ্যাকাউন্টে এবং প্রতারক চক্রের দেওয়া নম্বরে টাকা পাঠান।

দোকানদার সুশান্ত বলেন, ‘মেয়েটি আমার এলাকার হওয়ায় নগদে টাকা না নিয়েই লেনদেন করেছিলাম। পরে দেখি তাঁর অ্যাকাউন্টে কোনো টাকা নেই। একপর্যায়ে আমি মেয়েটির পরিবারকে খবর দিই। তাঁর পরিবারের লোকজন কয়েক দিনের মধ্যেই পুরো টাকা দিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, তাঁরা এ বিষয়ে থানায় অভিযোগ করবেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র এলাকার কিছু বিকাশ এজেন্ট ও এসআরদের যোগসাজশে প্রতারণা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ বিষয় বিকাশের খুলনা এরিয়া ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে একটি চক্র বিকাশের মান-সম্মান নষ্ট করার জন্য এ ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা জালাল বলেন, ‘আমাদের কাছে এর আগেও বিকাশ প্রতারণা নিয়ে অনেক অভিযোগ এসেছে। আমরা এর স্থায়ী সমাধানের চেষ্টা করছি। তবে, এ ক্ষেত্রে আমি সাধারণ মানুষদের সতর্ক থাকতে বলব।’ বিভিন্ন প্রলোভন দেখালেও এ ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেন ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...