Ajker Patrika

২০ লাখ টাকার লোভে হারালেন ৩১ হাজার

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ০৭
২০ লাখ টাকার লোভে হারালেন ৩১ হাজার

বটিয়াঘাটার এক কলেজছাত্রী বিকাশ প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী বিকাশ প্রতারক চক্রের ফাঁদে পড়ে ৩১ হাজার টাকা হারিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাশ প্রতারক চক্রের এক সদস্য মেয়েটিকে জানান, তাঁর বিকাশ অ্যাকাউন্টটি ২০ লাখ টাকা উপহার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে। কিন্তু এ টাকা পাওয়ার জন্য তাঁকে নিজের বিকাশ অ্যাকাউন্টে প্রথমে ২০ হাজার ৮০০ টাকা ঢোকাতে হবে। পরে আলাদা আরেকটি নম্বরে আরও ১০ হাজার ২০০ টাকা দিতে হবে। প্রতারক চক্রের কথা অনুযায়ী মেয়েটি স্থানীয় এক দোকান থেকে পর্যায়ক্রমে ওই পরিমাণ টাকা নিজের বিকাশ অ্যাকাউন্টে এবং প্রতারক চক্রের দেওয়া নম্বরে টাকা পাঠান।

দোকানদার সুশান্ত বলেন, ‘মেয়েটি আমার এলাকার হওয়ায় নগদে টাকা না নিয়েই লেনদেন করেছিলাম। পরে দেখি তাঁর অ্যাকাউন্টে কোনো টাকা নেই। একপর্যায়ে আমি মেয়েটির পরিবারকে খবর দিই। তাঁর পরিবারের লোকজন কয়েক দিনের মধ্যেই পুরো টাকা দিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, তাঁরা এ বিষয়ে থানায় অভিযোগ করবেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র এলাকার কিছু বিকাশ এজেন্ট ও এসআরদের যোগসাজশে প্রতারণা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ বিষয় বিকাশের খুলনা এরিয়া ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে একটি চক্র বিকাশের মান-সম্মান নষ্ট করার জন্য এ ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা জালাল বলেন, ‘আমাদের কাছে এর আগেও বিকাশ প্রতারণা নিয়ে অনেক অভিযোগ এসেছে। আমরা এর স্থায়ী সমাধানের চেষ্টা করছি। তবে, এ ক্ষেত্রে আমি সাধারণ মানুষদের সতর্ক থাকতে বলব।’ বিভিন্ন প্রলোভন দেখালেও এ ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেন ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত