Ajker Patrika

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন শুরু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১০: ৫৮
ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন শুরু

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মো. জাহাঙ্গীর আলম তাঁর দায়িত্বভার লিখিতভাবে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনকে বুঝিয়ে দেননি বলে অভিযোগ উঠেছে। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত বৃহস্পতিবার জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবারই কাউন্সিলর আসাদুর রহমান কিরনকে প্যানেল মেয়র করে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়। প্যানেল মেয়র হিসেবে কিরন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এখনো কিরনের কাছে দায়িত্ব হস্তান্তর করেননি জাহাঙ্গীর।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রোববার সিটি করপোরেশনের সচিব মেয়রের দায়িত্ব হস্তান্তর-সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করে জাহাঙ্গীরের বাসায় নিয়ে যান। কিন্তু জাহাঙ্গীর তাঁকে দীর্ঘ সময় বসিয়ে রেখে কাগজে স্বাক্ষর করেননি। এ সময় ওই কর্মকর্তাকে জাহাঙ্গীর বলেন, তিনি নগর ভবনে এসে দায়িত্ব হস্তান্তর করবেন। কিন্তু পরে তিনি নগর ভবনে আসেননি। বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে গতকাল মঙ্গলবার কিরন মেয়র হিসেবে কাজকর্ম শুরু করেছেন কিরন।

আসাদুর রহমান কিরন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী তিন দিনের মধ্যে তিনি দায়িত্ব বুঝে না দিলেও স্বয়ংক্রিয়ভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনে বাধা নেই। মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের দাপ্তরিক কাজ শুরু করেছেন তিনি।

প্যানেল মেয়র হিসেবে এটি আসাদুর রহমান কিরনের দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ। ২০১৩ সালে গাজীপুর সিটি নির্বাচনে প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান ২০১৫ সালে সাময়িক বরখাস্ত হন। তখন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কিরন।

এদিকে, কিরনের সঙ্গে মেয়রের প্যানেলে আছেন সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের মোসা. আয়েশা আক্তার।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অপরাধে প্রথমে জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। পরে গত ২৫ নভেম্বর তাঁকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত