প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
মায়া (বাংলা সিনেমা)
অভিনয়: মামনুন ইমন, সারিকা সাবরিন
মুক্তি: ৩০ সেপ্টেম্বর, বিঞ্জ
গল্পসংক্ষেপ: মায়া নামের এক রমণীর গল্প। বিয়ে করে সংসার গড়েছে সে। সংসারজীবনে আসে অশান্তির কালো থাবা। হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যায় মায়ার স্বামী। কোথায় গেল সে? বেঁচে আছে? হন্যে হয়ে স্বামীর খোঁজে নামে মায়া।
হানিমুন ফটোগ্রাফার (হিন্দি সিরিজ)
অভিনয়: আশা নেগি, সাহিল সালাথিয়া, রাজীব সিদ্ধার্থ, অপেক্ষা পারওয়াল
মুক্তি: ২৭ সেপ্টেম্বর, জিও সিনেমা
গল্পসংক্ষেপ: একজন পেশাদার ফটোগ্রাফারকে কেন্দ্র করে সিনেমার গল্প। এক নবদম্পতির হানিমুন ট্রিপের অ্যাসাইনমেন্টে তাঁদের সঙ্গে মালদ্বীপ ভ্রমণে যায় সে। বর-কনের হানিমুনের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দী করা তার কাজ। হঠাৎ একদিন সাগরপারে মৃত অবস্থায় পাওয়া যায় বরকে। পুলিশ আসে, শুরু হয় তদন্ত। সন্দেহের তির ছোটে ফটোগ্রাফারের দিকে। কে আসলে খুনি? ফটোগ্রাফার, নাকি নববধূ? কী রহস্য লুকিয়ে আছে এই খুনের পেছনে?
তাজা খবর সিজন ২ (হিন্দি সিরিজ)
অভিনয়: বসন্ত গওদে, শ্রীয়া পিলগাওঙ্কর, জে ডি চক্রবেদী, দেবেন ভোজানি, নিত্য মাথুর, শিল্পা শুক্লা, প্রথমেশ পরব, মিথিলেশ চতুর্বেদী।
মুক্তি: ২৭ সেপ্টেম্বর, ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: ভাষ্য নামের উচ্চাভিলাষী এক ব্যক্তিকে ঘিরে সিরিজের গল্প। নিজের লক্ষ্য পূরণে অটল ভাষ্য। অদ্ভুতভাবে ভবিষ্যৎ বুঝতে পারে ভাষ্য, নিজের সেই ক্ষমতাবলে প্রভাব বিস্তার করতে পারে আশপাশের মানুষের ওপর। সিরিজের নতুন সিজনে দেখা মিলবে নতুন চরিত্র ইউসুফ আক্তারের। গল্পে আসবে নতুন বাঁক।
আইলা অ্যান্ড দ্য মিররস (ইংরেজি সিরিজ)
অভিনয়: ভায়োলেটা মাদেল, ডানিয়েলা মন্টার, ক্রিস্টিয়ান লোপেজ
মুক্তি: ২৭ সেপ্টেম্বর, ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: ভুলপথে যাওয়া এক ধনী তরুণীর গল্প। দুর্ঘটনায় মা-বাবার মৃত্যুর পর থেকে স্মৃতিশক্তি হারানোর অসুস্থতায় ভুগছে সে। বিষণ্নতা আর ভুলে যাওয়া রোগ এখন নিত্যসঙ্গী আইলার। তার সঙ্গে পরিচয় হয় ইনাস ও আরও কয়েকজনের। দ্য মিররস নামের একটি নাচের দলের সদস্য তারা। তাদের সঙ্গ পেয়ে জীবন বদলে যেতে শুরু করে আইলার।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
মায়া (বাংলা সিনেমা)
অভিনয়: মামনুন ইমন, সারিকা সাবরিন
মুক্তি: ৩০ সেপ্টেম্বর, বিঞ্জ
গল্পসংক্ষেপ: মায়া নামের এক রমণীর গল্প। বিয়ে করে সংসার গড়েছে সে। সংসারজীবনে আসে অশান্তির কালো থাবা। হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যায় মায়ার স্বামী। কোথায় গেল সে? বেঁচে আছে? হন্যে হয়ে স্বামীর খোঁজে নামে মায়া।
হানিমুন ফটোগ্রাফার (হিন্দি সিরিজ)
অভিনয়: আশা নেগি, সাহিল সালাথিয়া, রাজীব সিদ্ধার্থ, অপেক্ষা পারওয়াল
মুক্তি: ২৭ সেপ্টেম্বর, জিও সিনেমা
গল্পসংক্ষেপ: একজন পেশাদার ফটোগ্রাফারকে কেন্দ্র করে সিনেমার গল্প। এক নবদম্পতির হানিমুন ট্রিপের অ্যাসাইনমেন্টে তাঁদের সঙ্গে মালদ্বীপ ভ্রমণে যায় সে। বর-কনের হানিমুনের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দী করা তার কাজ। হঠাৎ একদিন সাগরপারে মৃত অবস্থায় পাওয়া যায় বরকে। পুলিশ আসে, শুরু হয় তদন্ত। সন্দেহের তির ছোটে ফটোগ্রাফারের দিকে। কে আসলে খুনি? ফটোগ্রাফার, নাকি নববধূ? কী রহস্য লুকিয়ে আছে এই খুনের পেছনে?
তাজা খবর সিজন ২ (হিন্দি সিরিজ)
অভিনয়: বসন্ত গওদে, শ্রীয়া পিলগাওঙ্কর, জে ডি চক্রবেদী, দেবেন ভোজানি, নিত্য মাথুর, শিল্পা শুক্লা, প্রথমেশ পরব, মিথিলেশ চতুর্বেদী।
মুক্তি: ২৭ সেপ্টেম্বর, ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: ভাষ্য নামের উচ্চাভিলাষী এক ব্যক্তিকে ঘিরে সিরিজের গল্প। নিজের লক্ষ্য পূরণে অটল ভাষ্য। অদ্ভুতভাবে ভবিষ্যৎ বুঝতে পারে ভাষ্য, নিজের সেই ক্ষমতাবলে প্রভাব বিস্তার করতে পারে আশপাশের মানুষের ওপর। সিরিজের নতুন সিজনে দেখা মিলবে নতুন চরিত্র ইউসুফ আক্তারের। গল্পে আসবে নতুন বাঁক।
আইলা অ্যান্ড দ্য মিররস (ইংরেজি সিরিজ)
অভিনয়: ভায়োলেটা মাদেল, ডানিয়েলা মন্টার, ক্রিস্টিয়ান লোপেজ
মুক্তি: ২৭ সেপ্টেম্বর, ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: ভুলপথে যাওয়া এক ধনী তরুণীর গল্প। দুর্ঘটনায় মা-বাবার মৃত্যুর পর থেকে স্মৃতিশক্তি হারানোর অসুস্থতায় ভুগছে সে। বিষণ্নতা আর ভুলে যাওয়া রোগ এখন নিত্যসঙ্গী আইলার। তার সঙ্গে পরিচয় হয় ইনাস ও আরও কয়েকজনের। দ্য মিররস নামের একটি নাচের দলের সদস্য তারা। তাদের সঙ্গ পেয়ে জীবন বদলে যেতে শুরু করে আইলার।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪