Ajker Patrika

আওয়ামী লীগের দু্ই গ্রুপের সংঘর্ষে আটকে গেল কমিটি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ১৩
আওয়ামী লীগের দু্ই গ্রুপের সংঘর্ষে আটকে গেল কমিটি

তুরাগে আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ইউনিট কমিটি ঘোষণা স্থগিত করা হয়েছে।

তুরাগের কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় ত্রিবার্ষিক ইউনিট সম্মেলন-২০২১ শুরু হয়। সম্মেলন কিছুক্ষণ চলার পর ডিএনসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন যুবরাজ ও হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মেম্বারের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী আজকের পত্রিকাকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবরাজ ও আব্দুর রাজ্জাকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ইউনিট কমিটি ঘোষণার সময় উভয় পক্ষই একে অপরকে হাইব্রিড কর্মী আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। আধা ঘণ্টা পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মান্নান কচি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। একপর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। উভয় পক্ষই দাবি করেছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ মোহাম্মদ হাবিব হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমান, উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মহিবুল হাসান, তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এম ডি হালিম, ডিএনসিসির ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন।

এ বিষয়ে ডিএনসিসির ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। নিজেদের মধ্যেই এমনটা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত